Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1706
১) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উঃ- ১৫৫ ফুট।
২) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উঃ- শাপলা ফুল।
৩) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
৪) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
৫) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ- ৩৫০ টি।
৬) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।
৭) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উঃ- ৫০ টি।
৮) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উঃ- পঞ্চগড়-১।
৯) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উঃ- বান্দরবান।
১০) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়? উঃ- স্পিকারের ভোটকে।
১১) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক
১২) মধ্যে ব্যবধান কতদিন? উঃ- ৬০ দিন।
১৩) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০ দিন।
১৪) সংসদ অধিবেশন কে আহবান করেন? উঃ- রাষ্ট্রপতি।
১৫) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে? উঃ- ৬০ জন।
১৬) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? উঃ- দুই-তৃতীয়াংশ।
১৭) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? উঃ- ৯০ কার্যদিবস।
১৮) গণ-পরিষদের প্রথম স্পিকার কে? উঃ- শাহ আব্দুল হামিদ।
১৯) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
২০) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? উঃ- ১৯৩৭ সালে।
২১) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
২২) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে? উঃ- এডভোকেট আবদুল হামিদ।
২৩) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? উঃ- সুপ্রীম কোর্ট।
২৪) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উঃ- বিচারপতি এম ইদ্রিস।
২৫) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
২৬) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
২৭) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
২৮) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]