Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1596
১. ঢাকার প্রস্তাবিত মেট্রোরেলের দৈর্ঘ্য কত?
------২০.১কিমি
২.প্রস্তাবিত মেট্রোরেলে কয়টি স্টেশন থাকব?
------ ১৬ টি।
৩.সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত?
----২৬৯কিমি
৪. সিলেট/রাজশাহীর দূরত্ব কত?
------২৭০কিমি।
৫. ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব -----৪৪৩কিমি।
৬.ঢাকা থেকে কক্সবাজারের দূরত্বকত?
----- ৩৯১কিমি
৭. ঢাকা থেকে টেকনাফের দূরত্ব ------৪৭৭কিমি।
৮. কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব কত?
----- ৮৬ কিমি।
৯.পদ্মা সেতুর প্রস্থ কত?
-----১৮.১০ মি।
১০. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত??
------৫০টি।
১১.পদ্মা সেতুর কোন পিলারের উপর প্রথম স্প্যান বসানো হয়??
----৩৭ ও ৩৮
১২.Widths of Jamuna bridge??
------18.5 m.
১৩. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত মাইল?
------৩ মাইল (২.৯২৮)
১৪.বঙ্গবন্ধু সেতুর পিলার ও স্প্যান কতটি??
------যথাক্রমে ৫০ ও ৪৯ টি।
১৫.বঙ্গবন্ধু সেতু কবে চালু করা হয়?
------২৩জুন, ১৯৯৮.
১৬.লালন শাহ সেতু কোন নদীর তীরে অবস্থিত??
------ পদ্মা।
১৭.লালন শাহ সেতুর দৈর্ঘ্য কত?
----১.৮ মি।
১৮.লালন শাহ সেতুর স্প্যান কতটি?
------ ১৭টি।
১৯.রূপসা নদীর উপর নির্মিত খান জাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
------- ১৩৬০ মি।
২০.."শেখ হাসিনা ধরলা সেতু" মেলবন্ধন করেছে??
-------কুড়িগ্রাম ও লালমনিরহাট।
২১.How long is the Mohakhali flyover??
---- 1.12km.
২২. মহাখালী ফ্লাইওভার এর স্প্যান কতটি?
----১৯টি।
২৩. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর দৈর্ঘ্য কত?
------১১.৮ কিমি।
২৪. কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
------ ৩.১ কিমি।
২৫. বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত?
------৯৮৩৩ কিমি।
২৬. সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য???
------৩৮৬৫/৫৪০০কিমি।
২৭.পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত??
-----আন্ধারমানিক।
২৮. চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয়?
-----১৮৮৭ সালে
কার্যক্রম শুরু----১৮৮৮ সালে।
২৯. মংলা সমুদ্র বন্দর স্থাপিত হয়??
১৯৫০ সালে ' চালনা বন্দর ' নামে।
৩০.মংলা বন্দর নামকরন করা হয় কত সালে?
------১৯৮৭ সালে।
৩১. পায়রা সমুদ্র বন্দর কার্যক্রম শুরু করে কখন?
------১৩ আগস্ট, ২০১৬।
৩২.বাংলাদেশে স্হলবন্দর সংখ্যা কতটি?
------২৩ টি।
৩৩. স্হলবন্দর চালু আছে কতটি??
------১১ টি।
৩৪. মিয়ানমারের সাথে বাংলাদেশের স্হলবন্দর কোনটা??
------- টেকনাফ।
৩৫.কোন কেন জেলায় দুটি করে স্হলবন্দর রয়েছে??
-------সিলেট, দিনাজপুর, চুয়াডাঙ্গা।
৩৬. বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমী অবস্থিত কোথায়??
------ চট্টগ্রামের জলদিয়ায়।
৩৭.বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ??
------বাংলার দূত।
৩৮. পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত??
----রামনাবাদ নদী।
৩৯. বেনাপোল স্হলবন্দর সংলগ্ন ভারতীয় স্হলবন্দর কোনটি??
-------পেট্রাপোল

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]