Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#1554
বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে ২য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ । বাংলাদেশে মূলত জনগণের পরোক্ষ ভোট তথা সাংসদদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়।
চলুন দেখে নেয়া যাক বাংলাদেশের রাষ্ট্রপতি সম্পর্কে যা বিসিএস ভাইভা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে :
১। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। বর্তমান রাষ্ট্রপতি ২০তম । ২১তম হিসেবে শপথ নিবেন ....মার্চে। ব্যক্তি ক্রমিক হিসেবে তিনি ১৭নং হবে এখন ১৬তম ।
৩। রাষ্ট্রপতিকে শপথ পড়ান স্পিকার ।
৪। রাষ্ট্রপতি শপথ পড়ান
ক. প্রধানমন্ত্রী
খ. মন্ত্রী গণকে, উপমন্ত্রী , প্রতিমন্ত্রী দের।
গ. স্পিকার , ডেপুটি স্পিকার
ঘ. প্রধান বিচারপতিকে
৫।রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর
৬। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর ( ৫০।(১)
৭।বাংলাদেশের সর্বাধিনায়ক / সশস্ত্র বাহিনীর প্রধান > রাষ্ট্রপতি
৮। রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী । তিনি রাষ্ট্রপ্রধান । তিনি রাষ্ট্রের অভিভাবক।
৯। বাংলাদেশের সকল কার্যক্রম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়
১০। তাঁর নামে বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলা করা যায় না ( অনু-৫১)
১১। সংসদের আহ্বান ও ভেঙ্গে দেন তিনি
১২।একই ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন না ( অনু৫০।(২)
১৩। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত সকল কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন তিনি
১৪। সংসদের সম্মতি নিয়ে যেকোন দেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারেন
১৫। সংসদের দুই তৃতীয়াংশ ভোটে তাঁকে অভিশংসন করা যায় ( অনু-৫২)
১৬। তাঁর অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন
১৭। দেশে- বিদেশে সরকারি সকল কর্মকর্তা - কর্মচারী তাঁর প্রেরিত দূত / প্রতিনিধি
১৮। তিনি পদাধিকার বলে কিছু প্রতিষ্ঠানের প্রধান
ক. দেশের সকল সরকারি - অসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য
খ. এশিয়াটিক সোসাইটির
গ. রেডক্রস - রেডক্রিসেন্ট
ঘ। বাংলাদেশ স্কাউটস
১৯। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে তিনিই একমাত্র ক্ষমা করতে পারেন । (অনু ৪৯)
২০। তাঁকে সম্মোধনের সময় "মহামান্য" / His excellency উচ্চারণ করতে হয় ।
২১। সাংবিধানিক পদ যেমন: প্রধানমন্ত্রী , প্রধানবিচারপতি , প্রধান নির্বাচন কমিশনার , পিএসসির চেয়ারম্যান , ন্যায়পাল , এ্যাটোর্নি জেনারেল তিনিই নিয়োগ দেন । এনারা সবাই রাষ্ট্রপতির নিকট পদত্যাগ পত্র জমা দিতে পারেন
২২। দেশে - বিদেশে তিনি ও প্রধানমন্ত্রীই শুধু জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন
২৩। তাঁর বিদেশ সফর কে বলা হয় রাষ্ট্রীয় সফর + ( প্রধানমন্ত্রী । অন্যান্য মন্ত্রী ও উচ্চ পর্যায়ের আমলাদের বিদেশ সফরকে বলা হয় সরকারি সফর ।
২৪। তিনি কোনো অনুষ্ঠানে প্রবেশ ও প্রস্থানের সময় জাতীয় সংগীতের যন্ত্রসংগীত বাজাতে হয় ।
২৫। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের নিকট পদত্যাগ পত্র জমা দেন ( অনু ৫০।(৩))
২৬। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ রা
২৭।রাষ্ট্রপতির কাছে কোনো বিল পেশ করা হলে তিনি তা ১৫ দিনের মধ্যে পাশ সম্মতি দিবেন । অর্থবিল ছাড়া পেশকৃত যেকোনো বিল সংশোধনীর জন্য সংসদের নিকট প্রেরণের করতে পারেন । আবার তাঁর কাছে পেশ করা হলে ৭ দিনের মধ্য সম্মতি দিবেন । ৭ দিন পর না দিলেও সম্মতি দিয়েছেন বলে গ্রহণ করা হয় । তখন বিলটি আইনে পরিণত হয় ।
২৮। রাষ্ট্রপতি নিজস্ব বাহিনীর নাম PGR , President Guard Regiment
২৯। রাষ্ট্রপতির বাসভবনের নাম বঙ্গভবন
৩০। অন্য দেশের দূত আসলে প্রথমে তাঁর সাথে দেখা করে পরিচয় পত্র দেন । তখন রাষ্ট্রপতি লাল গালিচা সংবর্ধনা দেন ।
৩১। সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদ অনুসারে জরুরী অবস্থা ঘোষণা করতে পারেন ।
৩২।সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদশ জারী করতে পারেন

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]