Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#7368
১। জীবদেহে কোনটিকে রাসায়নিক কারখানা বলা হয়?
- কোষ
২। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-মণিপুর
৩। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
- যুক্তরাষ্ট্রের
৪। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?
- লাইনিয়ার
৫। হাজার হ্রদের দেশ কোনটি?
- ফিনল্যান্ড
৬। নোবেল পুরস্কার কত সাল থেকে প্রচলিত হয়েছে?
- ১৯০১
৭। সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন?
- দ্বিতীয় বাহাদুর শাহ
৮। বাংলাদেশ ও মিয়ানমার কে পৃথককারী নদী---
- নাফ
৯। WTO এর সদর দফতর কোথায়?
- জেনেভা
১০। পলাশী দিবস হল--
- ২৩ জুন
১১। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- শ্রীমাভো বন্দরনায়েকে
১২। অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত
- ঢাকা মেডিকেল কলেজে
১৩। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
- ব্রাসেলস
১৪। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
- ৮ মার্চ
১৫। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
- রূঢ়
১৬। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশ নেয়?
- ১৯৯৯ সালে
১৭। কাদেরকে বর্গী বলা হতো?
- মারাঠা দস্যুদের
১৮। নিশীথ সূর্যের দেশ কোনটি?
- নরওয়ে
১৯। ২০২০ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- টোকিও, জাপান
২০। জাতীয় শিশু দিবস?
- ১৭ মার্চ
২১। ইউরো মুদ্রার প্রবর্তক কে?
- রবার্ট মুন্ডেল
২২। নোবেল বিজয়ী প্রথম বাঙ্গালী কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৩। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
- ৪ টি
২৪। ঘড়ির কাঁটার চলার পথকে কোন গতি বলে?
- পর্যায়
২৫। গোধুলীর কারণ কি?
- বিক্ষেপণ
২৬। ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
- পক প্রণালী
২৭। ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিলো?
- ১৬১০ সালে
২৮। সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
- ২ বছর
২৯। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
- AB রক্ত গ্রুপ
৩০। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলে?
- মাউরি
৩১। গোল্ডেন জুবিলি টাওয়ার এর স্থপতি কে?
- মৃণাল হক
৩২। উপমহাদেশের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
- মুম্বাই
৩৩। কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
- ইরাক
৩৪। মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?
- শেখ হাসিনা
৩৫। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
- লাইবেরিয়া
৩৬। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহন করে?
- লস এঞ্জেলস
৩৭। এভিকালচার বলতে বুঝায়?
- পাখি পালন
৩৮। গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
- যুক্তরাজ্যে
৩৯। প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি?
- আমেরিকার স্বাধীনতা লাভ
৪০। ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- ১২০
৪১। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- নাটোর
৪২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
- কুষ্টিয়া
৪৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
- হবিগঞ্জ
৪৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
- মোনায়েম সরকার
৪৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
- মোনায়েম সরকার
৪৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
- চট্টগ্রাম
৪৭। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
- পাবনা
৪৮। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
- হরিপুর
৪৯। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
- নাফ
৫০। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
- করতোয়া

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1209 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]