Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6749
আটলান্টিক সনদ ১৯৪১
১.আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
-১৪ আগস্ট ১৯৪১
২.আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
-যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
৩.আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট।
৪.আটলান্টিক সনদে ব্রিটেনের পক্ষে কে স্বাক্ষর করেন?
-ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
৫.আটলান্টিক সনদের মূল লক্ষ্য কি ছিল?
-দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠান।
৬.যে জাহাজে বসে আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কী?
-ব্রিটিশ রণতরী প্রিন্সেস অব ওয়েলস।

অ্যান্টার্কটিক চুক্তি ১৯৫৯
১.অ্যান্টার্কটিক চুক্তি কবে কার্যকর হয়?
-১ ডিসেম্বর ১৯৫৯।
২.অ্যান্টার্কটিক চুক্তি কবে কার্যকর হয়?
-২৩ জুন ১৯৬১।
৩.অ্যান্টার্কটিক চুক্তির শর্ত কী?
-অ্যান্টার্কটিকা মহাদেশের সব ধরনের অস্ত্রের পরীক্ষা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা।

তাসখন্দ চুক্তি ১৯৬৬
১.তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১০ জানুয়ারি ১৯৬৬।
২.তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-তাসখন্দ, উজবেকিস্তান।
৩.তাসখন্দ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল?
-কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ও শান্তি স্থাপন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7044 Views
    by rana
    0 Replies 
    2943 Views
    by apple
    0 Replies 
    2134 Views
    by shohag
    0 Replies 
    2153 Views
    by raihan
    0 Replies 
    4195 Views
    by rafique

    ছেলেমি-- বুড়োমি/পাকামি/জ্যাঠামি ছোকরা-- বুড়া ছেঁ[…]

    ঘোষধ্বনি-- অঘোষধ্বনি ঘাট-- আঘাট ঘাটতি-- বাড়তি ঘন-[…]

    গোরা-- কালা গৃহিত-- বর্জিত গুরু-- লঘু/শিষ্য গরল-- […]

    খুচরা-- পাইকারি খ্যাত-- অখ্যাত খ্যাতি-- অখ্যাতি খা[…]