Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6688
১.বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে কত সালে?
-২০৪১ সালে
২.অসমাপ্ত আত্মজীবনী তে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
-১৯৫৫
৩.সবুজপত্র পত্রিকাটি কোন ধরনের?
-মাসিক।
৪.বাংলাদেশ কততম টেস্ট খেলুড়ে দেশ?
-১০ম।
৫.ইলেকটোরাল কলেজ কী?
-যুক্তরাষ্ট্রের নির্বাচক সংস্থা
৬.কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
-চীন
৭.বিমসটেক এর সচিবালয় কোথায়?
-বাংলাদেশ
৮.সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
-রাজিয়া বানু
৯.বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
-ইউরোপিয়ান ইউনিয়ন
১০.বাংলা ভাষায় প্রচলিত তারিখ শব্দটি কোন ভাষা থেকে আগত?
-ফারসি
১১.মুক্তিযুদ্ধকালীন ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয়েছিল?
-২১ নভেম্বর ১৯৭১ সালে।
১২.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংকলন করে –
-জ্যাকব ফিল্ড
১৩.বাংলা লিপির উৎস কী?
-ব্রাহ্মী লিপি
১৪.বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কত তারিখে?
-১ অগ্রহায়ন
১৫.মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
-বাংলাদেশ-মায়ানমার
১৬.সানজুর লিখিত বইয়ের নাম কী?
-দি আর্ট অফ ওয়ার
১৭.মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
-৩টি
১৮.নিচের কোনটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নি?
-পাট
১৯.বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে?
-নেপাল
২০.হেরাল্ড ট্রিবিউন পত্রিকা প্রকাশিত হয় –
-নিউইয়র্ক থেকে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]