Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6580
১.বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
-প্রাকৃতিক গ্যাস
২.বাংলাদেশের প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় কবে?
-১৯৫৫ সালে, হরিপুর।
৩.বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কখন?
-১৯৫৭ সালে, হরিপুর।
৪.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
-তিতাস গ্যাসক্ষেত্র।
৫.বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র কতটি?
-২৭টি।
৬.বাংলাদেশে সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম কী?
-ভোলা নর্থ।
৭.বাংলাদেশের প্রাথমিক বাণিজ্যিক জ্বালানির প্রধান উৎস কী?
-প্রাকৃতিক গ্যাস।
৮.শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেয়া হয় কখন?
-১৯৫৯ সালে।
৯.প্রথম রান্নার জন্য গ্যাস সংযোগ দেয়া হয় কার বাসায়?
-প্রখ্যাত লেখক শওকত ওসমান।
১০.ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে কোথা থেকে?
-তিতাস গ্যাসক্ষেত্র থেকে।
১১.বাংলাদেশের কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকান্ড ঘটে?
-হরিপুর গ্যাসক্ষেত্র।
১২.হরিপুর গ্যাসক্ষেত্রে কত সালে অগ্নিকান্ড ঘটে?
-১৯৫৫ সালে।
১৩.দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাসক্ষেত্র থেকে?
-বাখরাবাদ।
১৪.মাগুরছড়া গ্যাসক্ষেত্র অগ্নিকান্ড ঘটে কবে?
-১৪ জুন ১৯৯৭।
১৫.মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোন উপজেলার অবস্থিত?
-কমলগঞ্জ, মৌলভিবাজার।
১৬.বিস্ফোরিত গ্যাসক্ষেত্র এলাকায় কোন কোম্পানি ড্রিলিয় করে?
-অক্সিডেন্টাল (যুক্তরাষ্ট্র)।
১৭.টেংরাটিলা গ্যাসক্ষেত্র অগ্নিকান্ড ঘটে কবে?
-প্রথমবার ৭ জানুয়ারি ২০০৫।
১৮.টেংরাটিলা গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
-সুনামগঞ্জ।
১৯.টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দ্বিতীয়বার অগ্নিকান্ড কবে ঘটে?
-২৪ জুন ২০০৫।
২০.কোন দেশকে নীরব খনির দেশ বলা হয়?
-বাংলাদেশকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    356 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]