Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6454
১.বাংলাদেশের মোট জমির পরিমাণ কত?
-১ কোটি ৪৫ লক্ষ ৭৭ হাজার ৭৭১ হেক্টর
২.বাংলাদেশের মোট কৃষিজ জমির পরিমাণ কত?
-১ কোটি ২১ লক্ষ ৭৬ হাজার ৯০৪ হেক্টর।
৩.সেচ ব্যবস্থাধীন জমির পরিমাণ কত?
-৯২ লক্ষ একর
৪.বাংলাদেশের শস্যভান্ডার কোনটি?
-বরিশাল জেলা
৫.কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান শুরু হয় কত সাল থেকে?
-১৯৭৩
৬.রাষ্ট্রপতি পুরস্কার কে জাতীয় কৃষি পুরস্কারে রূপান্তরিত করা হয় –
-নভেম্বর, ২০০২ সালে।
৭.বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে।
৮.স্বর্ণা সার একপ্রকার কী?
-জৈব সার।
৯.স্বর্ণা সার এর আবিষ্কারক কে?
-ড. সৈয়দ আব্দুল খালেক।
১০.বাংলাদেশ জাতীয় কৃষি নীতি প্রণয়ন করা হয় কত সালে?
-১৯৯৯ সালে।
১১.বাংলাদেশের বৃহত্তম জাতীয় কৃষি উদ্যান হচ্ছে কী?
-গাজীপুর জেলার কাশেমপুরে।
১২.বাংলাদেশ কৃষি উন্নয়ণ সংস্থা অবস্থিত কোথায়?
-গাজীপুরের জয়দেবপুরে।

বাংলাদেশে কৃষিশুমারি
সময়কাল – বৈশিষ্ট্য
১৯৬০ – প্রথম কৃষিশুমারি
১৯৭৭ – স্বাধীন দেশের প্রথম কৃষিশুমারি
১৯৮৩-৮৪ – শহর ও পল্লী অঞ্চলে পৃথকভাবে পরিচালিত প্রথম কৃষিশুমারি
২৫.১২.১৯৯৬ – ২৫.০১.১১৯৭ – শুধু পল্লী এলাকায় অনুষ্ঠিত কৃষিশুমারি
১১-২৫ মে ২০০৮ – দেশের প্রথম পূর্ণাঙ্গ অর্থাৎ গ্রাম ও শহরে একযোগে অনুষ্ঠিত কৃষিশুমারি
৯-২৪ ফেব্রুয়ারি ২০১৯ – দেশের পঞ্চম কৃষিশুমারি এফএও এর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।

এছাড়া ২০০৫ সালে নমুনা চয়নের ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করা হয়।
বাংলাদেশের প্রথম অর্থনৈতিক জরিপ পরিচালিত হয় ১৯৮৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]