Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6377
১.ইস্ট লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
-দক্ষিণ আফ্রিকা
২.নিচের কোনটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ণ লক্ষ্য এর অন্তর্ভুক্ নয়?
-শিশুমৃত্যু হার কমানো
৩.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুযায়ী সর্বনিম্ন জন্মহারের দেশ কোনটি?
-সিরিয়া
৪.ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
-মরক্কো ।
৫.কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
-ভিয়েতনাম
৬.কী-বোর্ডের ফাংশনাল কী হচ্ছে –
-১২টি।
৭.বাংলাদেশ কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ?
-৫৭
৮.পাইথন কী?
-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
৯.কোনটি আউট সোর্সিং এর মার্কেট?
-ওডেক্স
১০.সার্বভৌমের আদেশকে কী বলে?
-আইন
১১.কোনটি নগরায়নের জন্য অন্যতম কারণ?
-গ্রাম থেকে শহরে অধিক মানুষের আগমণ।
১২.নিচের কোনটি একটি অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি ঘটায়?
-টাকার সরবরাহ বৃদ্ধি।
১৩.ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে সংবিধানের কততম অনুচ্ছেদে?
-৭০
১৪.এমিল ডুর্খেইম কে?
-সমাজবিজ্ঞানী
১৫.কিংবদন্তী কী?
-জনশ্রুতি।
১৬.আদিম নৃ-গোষ্টী কোনটি?
-শীল
১৭.বাংলাদেশের সবিধান ব্যাখ্যা করবে কে?
-সুপ্রিম কোর্ট
১৮.বাংলাদেশে ৪জি সেবা চালু হয় কবে?
-১৯ ফেব্রুয়ারি ২০১৮
১৯.বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
-লালপুর, নাটোর
২০.মুক্তিযুদ্ধে ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল?
-১১
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  2211 Views
  by sajib
  0 Replies 
  1864 Views
  by kajol
  0 Replies 
  1889 Views
  by tamim
  0 Replies 
  2311 Views
  by rajib
  0 Replies 
  1281 Views
  by shohag

  SSJ GREEN MATERIALS LTD is the largest & t[…]

  জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক রজনীগঞ্[…]

  সরকারি বিধি মোতাবেক বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ ব[…]

  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠা[…]