Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6374
১.বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত সালে?
-৭ এপ্রিল
২.রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
-ব্রিটেন।
৩.ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাগরিক ছিলেন?
-ইতালি
৪.বেইজিং এর পূর্ব নাম কী?
-পিকিং
৫.রাকা কোন দেশের শহর?
-সিরিয়া
৬.পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
-ভারতে
৭.প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
-ফিনিশীয়রা
৮.নরওয়ের মুদ্রার নাম কী?
-ক্রোনা
৯.জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী কত বছরের নিচে সবাই শিশু?
-১৮
১০.গণতন্ত্র চত্ত্বর কোথায় অবস্থিত?
-কম্বোডিয়া, নমপেন
১১.বেলফোর ঘোষণা কার সাথে সম্পৃক্ত?
-ইসরাইলের ইহুদি রাষ্ট্রের ঘোষণা
১২.মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কী?
-থুরাল
১৩.আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে?
-জিব্রাল্টার প্রণালি
১৪.প্রথম কিউরেটর পৃথিবীতে কিসের বিকাশ ঘটছে বলে জানালো?
-সভ্যতার
১৫.সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা –
-মাত্রাবৃত্ত
১৬.কে ধানের গন্ধের মতো অস্ফট?
-লক্ষ্মীপেঁচা
১৭.সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন?
-কুড়িগ্রাম।
১৮.সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন?
-চন্ডীদাস।
১৯.শওকত ওসমানের প্রকৃত নাম কী?
-শেখ আজিজুর রহমান।
২০.বাংলাদেশে প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করেছে –
-গঙ্গা অববাহিকায়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]