Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6373
১.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ রয়েছে কোন জেলায়?
-চাঁপাইনবাবগঞ্জ
২.স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক?
-যুক্তরাজ্য
৩.আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
-পানামা খাল
৪.পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
-দক্ষিণ তালপট্টি
৫.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
-সোনারগাঁ।
৬.সম্প্রতি কোন দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় গণভোট অনুষ্ঠিত হয়?
-গ্রিস।
৭.ওইক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেদ্দা
৮.রংপুর বিভাগের কতটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে?
-ছয়
৯.ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?
-নরসিংদী।
১০.পশালী কোন নদীর তীরে অবস্থিত?
-ভাগীরথী।
১১.চা চাষের জন্য কত ডিগ্রি সে. তাপমাত্রা প্রয়োজন?
-১৬-১৭ ডিগ্রি
১২.টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী ডাবল সেঞ্চুরিয়ান কে?
-মুশফিকুর রহিম
১৩.সিন্ধুর দেবল বন্দর বর্তমানে কী নামে পরিচিত?
-করাচি বন্দর
১৪.প্রকৃতিপুঞ্জ বলতে কী বোঝায়?
-জনসাধারণ
১৫.বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন যন্ত্রের নাম কী?
-উইন্ডমিল
১৬.মা ও মনির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
-একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম
১৭.বহুল প্রচারিত কার্টুন মিনা ও মিঠু এর রূপকার কে?
-মোস্তফা মনোয়ার
১৮.রূপসী বাংলার কবি কে?
-জীবনানন্দ দাশ
১৯.দেশের প্রথম উপজেলা অ্যাপস চালু হয় কোন জেলায়?
-খাগড়াছড়ি
২০.মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
-হাঙ্গর নদী গ্রেনেড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    16127 Views
    by tasnima
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]