Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6344
১.বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত রাখা হয়?
-৫০
২.উল্লেখিত নদীসমূহের কোনটি মায়ানমার ও বাংলাদেশের মধ্যে সীমানা তৈরি করেছে?
-নাফ
৩.বাংলাদেশের জলবায়ু ---
-নাতিশীতোষ্ণ
৪.বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৫.সুলতানার স্বপ্ন গ্রন্থটি রচনা করেন কে?
-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৬.২০১৮ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় কত?
-১৭৫২ ডলার।
৭.উল্লেখিত কোন সমুদ্রবন্দরটি জর্ডানে অবস্থিত?
-আকাবা
৮.ভাত দে চলচিত্রের পরিচালক কে ছিলেন?
-আমজাদ হোসেন।
৯.বাংলাদেশের উপর দিয়ে কোন আন্তর্জাতিক ভৌগোলিক/কাল্পনিক রেখা অতিক্রম করেছে?
-কর্কটক্রান্তি রেখা।
১০.বরিশাল অঞ্চলের প্রাচীন নাম কোনটি?
-চন্দ্রদ্বীপ।
১১.উয়ারী বটেশ্বর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-নরসিংদী।
১২.বাস্তিল দুর্গের পতন হয়েছিল কত সালে?
-১৪ জুলাই ১৭৮৯ সালে।
১৩.প্রথম বাঙালি মুসলমান চলচিত্রকার কে?
-কাজী নজরুল ইসলাম।
১৪.নিচের কোন নৃতাত্ত্বিক গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের অধিবাসী নয় –
-হাজং
১৫.পার্বত্য চট্টগ্রামে পাড়া প্রধান কী নামে পরিচিত?
-কার্বারী।
১৬.মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?
-বীরশ্রেষ্ঠ।
১৭.অর্থবছর গণনা করা হয় –
-জুলা-জুন।
১৮.৩০০ তম সংসদীয় আসন কোনটি?
-বান্দরবান
১৯.মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
-পশুর।
২০.আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
-রাঙামাটি পার্বত্য জেলা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    826 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]