Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6315
১.আন্তর্জাতিক পরিবেশ দিবস কোনটি?
-৫ জুন।
২.পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
-বাংলাদেশ।
৩.চিকিৎসাবিজ্ঞনের জনক কে?
-ইবনে সিনা
৪.চা কোন দেশের শব্দ?
-চীনা
৫.মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচিত্র কোনটি?
-ওরা ১১ জন।
৬.প্রাকৃতিক লাঙল বলা হয় কাকে?
-কেঁচোকে।
৭.বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
-সাহারা
৮.লাল গ্রহ বলা হয় কাকে?
-মঙ্গল গ্রহ
৯.নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
-মেঘনা নদী।
১০.তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
-তিস্তা নদী।
১১.ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার কে?
-দ্বিজেন্দ্রলাল রায়
১২.আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহৎ বিশ্ববিদ্যালয় কোনটি?
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
১৩.তুরস্কের মুদ্রার নাম কী?
-লিরা
১৪.বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নাম কী?
-কক্সবাজার সমুদ্রসৈকত
১৫.বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
-৪টি।
১৬.অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
-লন্ডন
১৭.বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা কে?
-ডব্লিউএএস ওডারল্যান্ড
১৮.বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?
-রাষ্ট্রপতি।
১৯.বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষনা করতে পারেন?
-জাতীয় সংসদ।
২০.হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
-কুনলুন পর্বত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]