Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6202
১.সঠিক বানান কোনটি?
-পিপীলিকা
২.রেমব্রান্ডট কোন দেশে জন্মগ্রহণ করেন?
-হল্যান্ড
৩.অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কী?
-গৌতম বুদ্ধের জীবনকাহিনী।
৪.ফাইবার অপটিকে কিসের ভিতর দিয়ে তথ্য পাঠানো হয়?
-কাচের তন্তু
৫.বাঘের আক্রমণ থেকে পরিমাণ পেতে গাওয়া হয় –
-গাজির গান
৬.কোনটি ময়মনসিংহ ও সিলেট জেলার ভাটি অঞ্চলে প্রচলিত লোকগীতি?
-সারি গান।
৭.মহেঞ্জোদারো শব্দের অর্থ কী?
-মৃত মানুষের ঢিবি।
৮.ইনসুলিন কী?
-এক ধরনের হরমোন ।
৯.বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠী বিজু উৎসব পালন করে?
-চাকমা
১০.ডেঙ্গু জ্বর হলে রক্তের কোন উপাদানটি কমে যায়?
-অনুচক্রিকা।
১১.আকবরের চিত্রশালার প্রথম দিকের অলংকৃত গ্রন্থগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য –
-হামজানামা
১২.কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন?
-জঁ পল সার্ত্র।
১৩.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় বক্ততা দেন?
-১৯৭৪ সালে।
১৪.কোন বনাঞ্চল পৃথিবীর ফুসফুস হিসেবে আখ্যায়িত হয়েছে?
-আমাজন রেইন ফরেস্ট।
১৫.বাংলাদেশের কোন শিল্পী লোকশিল্পের অনুগামী নন?
-রশিদ চৌধুরী।
১৬.একই রূপ বৈশিষ্ট্যের অক্ষর, চিহ্ন ও সংখ্যার সম্পূর্ণ সেট কোনটি?
-গ্লিফ।
১৭.২০১৯ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পী কে?
-মুর্তজা বশীর।
১৮.প্রথম বাঙালি নারী কবি কে?
-চন্দ্রবতী।
১৯.দুর্গেশনন্দিনী শব্দের অর্থ কী?
-দুর্গ প্রধানের কন্যা।
২০.সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলার অন্তর্ভুক্ত?
-৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    810 Views
    by sajib
    0 Replies 
    570 Views
    by kajol
    0 Replies 
    557 Views
    by tamim
    0 Replies 
    1173 Views
    by rajib
    0 Replies 
    368 Views
    by shohag

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]