Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#6194
১.নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা কোনটি?
-মূল্যবোধ শিক্ষা
২.সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি কী?
-নৈতিকতা
৩.ধর্মীয় শিক্ষা ও নাগরিকতা শিক্সার ধারণা পাওয়া যায় কী থেকে?
-মূল্যবোধের শিক্ষা থেকে।
৪.সামাজিক আচার-আচরণের সমষ্টি কী?
-মূল্যবোধ।
৫.মূল্যবোধ কোন ধরনের বিষয়?
-মানসিক
৬.মূল্যবোধ শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন কী?
-পারিবারিক শিক্ষা
৭.নৈতিকতার উদ্ভব হয় কোথা থেকে?
-ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে।
৮.দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠিত হবে কী?
-সুশাসন।
৯.সুশাসনের অন্যতম প্রতিবন্ধক কী?
-দুর্নীতি
১০.পরানীতির অন্যতম আলোচ্য বিষয় কী?
-নৈতিক ভাষার অর্থ ও যুক্তি।
১১.সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
-বিশ্বব্যাংক।
১২.বিশ্ব ইতিহাসের প্রথম মানবাধিকার ননদ দি ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কত সালে?
-১২১৫ সালে।
১৩.পরানীতিবিদ্যার সূচনাকারী কে?
-জি. ই. ম্যুর
১৪.আভিধানিক অর্থে শিকল, জিঞ্জির, নীতি, নিয়ম, বিন্যাস বলতে কী বোঝায়?
-শৃঙ্খলাকে।
১৫.সংবিধানকে সমুন্নত রাখার অর্থ কী?
-রাষ্ট্রের সব কাজ সংবিধান অনুযায়ী হবে।
১৬.দুর্নীতি ও স্বজনপ্রীতি উপেক্ষা করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। কারণ সেখানে বিদ্যমান –
-সুশাসন
১৭.তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
-মৌলিক
১৮.অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে –
-দুর্নীতি দূর হয়
১৯.মূল্যবোধের চালিকা শক্তি কী?
-সংস্কৃতি
২০.সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য কী?
-সরকার পরিচালনায় সাহায্য করা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    680 Views
    by rafique
    0 Replies 
    794 Views
    by bdchakriDesk
    0 Replies 
    714 Views
    by tamim
    0 Replies 
    563 Views
    by raja
    0 Replies 
    550 Views
    by mousumi

    বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি 'বায়ো-ট্রেড[…]

    ঢাকার সন্নিকটে ঐত্যিবাহী মালখানগর কলেজ, মালখানগর, […]

    বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদ[…]