Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5948
১.বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয় কত সালে?
-২০০২ সালে।
২.ডলারের দাম টাকার বিপরীতে হ্রাস পেলে কী হয়?
-আমদানি বাড়ে।
৩.কোম্পানির সবচেয়ে কম তরল সম্পদ কী?
-Inventory.
৪.ব্যবসায় প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী অর্থ সংস্থাপনের উৎস নয় কোনটি?
-ট্রেড ক্রেডিট।
৫.প্রকৃত মূলধন ব্যয়ের অন্তর্নিহিত ব্যয় হলো –
-সুযোগ ব্যয়।
৬.মূলধন বাজেটিং এর নিট বর্তমান মূল্য পদ্ধতি ও আন্তঃআয়-হার পদ্ধতির মধ্যে পার্থক্য মূলত কত?
-উভয় ক্ষেত্রে পুনঃবিনিয়োগ হার ভিন্ন ধরা হয়।
৭.আধুনিক অগ্নি-বীমার জনক কে?
-নিকোলাস বারবন।
৮.নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় –
-ইংল্যান্ডে
৯.যে বন্ডের মেয়াদ অসীম তাকে কী বলে?
-চিরস্থায়ী বন্ড।
১০.কোন প্রতিষ্ঠান বাজারে ট্রেজারি বিল ছাড়ে?
-সেন্ট্রাল ব্যাংক।
১১.বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় –
-বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ ১৯৭২ দ্বারা।
১২.বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে কীসের মাধ্যমে?
-বিল বাট্টাকরণের মাধ্যমে।
১৩.একটি পে-অর্ডারের মেয়াদ কত?
-১৮০দিন।
১৪.বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি?
-৫৯টি।
১৫.পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
-বাজেট।
১৬.প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
-৫০ জন।
১৭.কোম্পানির সংবিধান বলতে কী বোঝায়?
-পরিমেলবদ্ধ।
১৮.বিনিময় বিলের প্রস্তুতকারী কী?
-আদেষ্টা।
১৯.ঋণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর কৌশল কী?
-জমার হার পরিবর্তন।
২০.লিলিয়ান মোলার গিলব্রেথ ছিলেন কে?
-শিল্প মনোবিজ্ঞানী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1350 Views
    by afsara
    0 Replies 
    7481 Views
    by tumpa
    0 Replies 
    7480 Views
    by afsara
    0 Replies 
    10175 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15689 Views
    by afsara

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]