Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5944
১.রাজনৈতিক দল কী?
-রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যারা বিশিষ্ট এক কার্যনীতির ভিত্তিতে একত্রিত ও সংহত হন এবং যারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের জন্য প্রয়াসী।– ম্যাকাইভার।
২.মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
-৩০ ডিসেম্বর ১৯০৬ সালে।
৩.বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় কখন?
-২৩ জুন ১৯৪৯।
৪.বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নাম কী?
-পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
৫.বাংলাদেশ আওয়ামী লীগ কতটি মূল নীতিতে বিশ্বাসী?
-৪টি।
১.জাতীয়তাবাদ
২.গণতন্ত্র
৩.ধর্মনিরপেক্ষতা
৪.সমাজতন্ত্র
৬.বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক হন কে?
-সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক।
৭.ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠিত হয় কখন?
-জুলাই ১৯৫৭ ।
৮.জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় কখন?
-৩১ অক্টোবর ১৯৭২।
৯.বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় কখন?
-১ সেপ্টেম্বর ১৯৭৮।
১০.বিএনপি কে প্রতিষ্ঠা করেন?
-সাবেক রাষ্ট্রপতি লে. জেনারেল জিয়াউর রহমান।
১১.প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপির নাম কী ছিল?
-জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল।
১২.বিএনপির মূল লক্ষ্য কী?
-বাংলাদেশি জাতীয়তাবাদী প্রতিষ্ঠা এবং সাবেক রাষ্ট্রপতি লে. জেনারেল জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে স্বনির্ভরতার দিকে নিয়ে যাওয়া।
১৩.জাতীয় পার্টি কবে প্রতিষ্ঠা লাভ করে?
-১ জানুয়ারি ১৯৮৬।
১৪.১৫ মার্চ ২০১৯ এশিয়া-প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল?
-বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]