Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5923
১.মূলধনের যোগানদাতাকে প্রতিদিন যা দেয়া হয় তাকে কী বলে?
-মূলধন ব্যয়।
২.মূলধন বাজেটিং এর বাট্টাবিহীন নগদ প্রবাহ কী?
-Pay Back Period.
৩.যখন কোনো চুক্তি প্রতারণার মাধ্যমে করা হয় তাকে কী বলে?
-বাতিলযোগ্য চুক্তি।
৪.নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
-বার্ষিক বৃত্তি।
৫.স্বল্পমেয়াদি অর্থসংস্থান বলতে কী বোঝায়?
-এক বছর বা তার কম সময়ের জন্য অর্থসংস্থানকে।
৬.ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা তহবিলে ভিন্ন করে রাখা হয় তাকে কী বলে?
-সঞ্চিতি তহবিল।
৭.চেক ইস্যু করার তারিখ থেকে কত মাসের মধ্যে না ভাঙালে তা অকার্যকর হয়?
- ৬ মাস।
৮.মিউটিলেটেড চেক বলা হয় কোনটিকে?
-দুই বা ততোধিক অংশে বিচ্ছিন্ন চেক।
৯.বাংলাদেশের বীমা কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
-অর্থমন্ত্রণালয়।
১০.ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করা হলে তাকে কী বলে?
-চাহিবামাত্র প্রদেয় ঋণ।
১১.মেয়াদ পূর্তির পূর্বে প্রাপ্য বিল বা বিনিময় বিলের টাকা সংগ্রহ করা যায় কীভাবে?
-ব্যাংকে বাট্টা করে।
১২.গ্রাহক পরিচিতি ফরম চালু করার উদ্দেশ্য কী?
-গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন।
১৩.ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি কতটি?
-৫টি।
১৪.ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কার্য পদক্ষেপ কী?
-পরিকল্পনা।
১৫.কার্যকর যোগাযোগের অধিক ভূমিকা রাখে কী?
-ফলাবর্তন।
১৬.ব্যবসায় বাজেটের মুখ্য উদ্দেশ্য কী?
-বাজারে সম্মিলিতভাবে একচেটিয়া আধিপত্য বজায় রাখা।
১৭.শিল্পের নেতা বা পরিচালককে কী বলে?
-উদ্যোক্তা।
১৮.কোম্পানির প্রথম পরিচালক নিযুক্ত হন কে?
-প্রবর্তকগণ কর্তৃক।
১৯.পৃথিবীর সকল দেশে কোন ধরনের কারবারের সংখ্যা অধিক?
-একমালিকানা ব্যবসায়ের।
২০.কর্মী সংস্থানকে অভিহিত করা হয় কী নামে?
-মানবসম্পদ ব্যবস্থাপনা নামে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]