Let's Discuss!

লিখিত পরীক্ষা বিষয়ক
#5910
১.অর্পিত সম্পত্তি কী?
-১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের সস্থাবর সম্পত্তি তৎকালীর পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।
২.অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করা হয় কবে?
-৮ এপ্রিল ২০০১ সালে।
৩.দেশের মোট অর্পিত সম্পত্তির পরিমাণ কত?
-৬,৬০,২২১.৩৮ একর।

বিভাগওয়ারী অর্পিত সম্পত্তির পরিমাণ
বিভাগ – অর্পিত সম্পত্তির পরিমাণ
ঢাকা (ময়মনসিংহ) – ১,৯৪,৯০৮.১১৮২ একর
চট্টগ্রাম – ৮৩,২৪১.৩৯৯৭৩ একর
রাজশাহী (রংপুরসহ) – ১,০৮,৬৯০.৩৫৪২ একর
খুলনা – ১,৩১,৫৮২.১১৪৯ একর
বরিশাল: ৬৩,৩৪২.৫২০৪ একর
সিলেট- ৭৮,৪৫৬.৮৯০৭ একর

বাংলাদেশের জমি
১.কৃষিজ জমি বলতে কোন কোন জমিকে বোঝায়?
-কৃষিজ জমি বলতে যেসব জমি বোঝায় তা হলো:
১.ফসলি জমি
২.বন
৩.নদী
৪.লেক
৫.বিল-হাওড়
৬.চা-বাগান ও
৭.লবণাক্ত জমি
২.অকৃষি জমি বলতে কোন কোন জমিকে বোঝায়?
-১.গ্রামীণ আবাসন
২.শহর ও বাণিজ্যিক এলাকা
৩.চাষ অযোগ্য পতিত জমি
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  344 Views
  by afsara
  0 Replies 
  136 Views
  by afsara
  0 Replies 
  140 Views
  by Mahmud8135
  0 Replies 
  127 Views
  by rafique
  0 Replies 
  109 Views
  by shihab