Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5860
১.ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ যুক্ত হওয়ায় এশিয়া ইউরোপকে কী বলা হয়?
-ইউরেশিয়া।
২.বাল্টিক দেশসমূহ কী কী?
-এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া ।
৩.বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
-ভ্যাটিকান ও ইতালি ।
৪.বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?
-সেন্টমার্টিন।
৫.ইউরোপের ককপিট বলা হয় কাকে?
-বেলজিয়ামকে।
৬.বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি?
-থানচি, বান্দরবান।
৭.পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
-সাহারা মরুভূমি।
৮.উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোনটি?
-পানামা খাল।
৯.ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
-মাউন্ট এলব্রুস ।
১০.পার্ল হারবার কোথায় অবস্থিত?
-জাপান সাগরে।
১১.পৃথিবীর বৃহত্তম হীরক খনি কিম্বার্লি অবস্থিত কোথায়?
-দক্ষিণ আফ্রিকায়।
১২.হিমালয় পর্বতমালার অবস্থান –
-পাকিস্তান, ভারত, নেপাল, তিব্বত ও ভুটান।
১৩.বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বিপ কোনটি?
-সেন্টমার্টিন।
১৪.পদ্মা নদীর অপর নাম কী?
-কীর্তিনাশা।
১৫.বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
-৭১১ কিলোমিটার।
১৬.বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র কতটি?
-৪১০টি।
১৭.ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায় কি দিয়ে?
-রিখটার স্কেল।
১৮.দক্ষিণ এশিয়ার ঘূর্ণিঝড়কে কী বলে?
-সাইক্লোন।
১৯.দূর্যোগ কী?
-একটি বিপর্যয় পরবর্তী ঘটনা।
২০.স্বাদু বা মিঠা পানির মৎস বলতে কী বোঝায়?
-অভ্যন্তরস্থ জলাশয়ে ধৃত মৎস্যকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]