Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5855
১.NNP’ এর সূত্র কী?
-GDP-CCA/DC
২.পণ্য ডিজাইনের সাথে কোন দুটি বিষয় জড়িত?
-আকার ও গুণগতমান।
৩.গ্যান্ট চার্টের প্রবর্তক কী?
-হেনরি এল.গ্যান্ট।
৪.BSTI এর পূর্ণরূপ কী?
-Bangladesh Standard and Testing Institution.
৫.উৎপাদন ক্ষমতা ব্যবহারের কাক্ষিত ও স্বাভাবিক উপায় কী?
-বিক্রয় বৃদ্ধি।
৬.বিন্যাস পরিকল্পনায় সর্বপ্রথম কোন বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়?
-শ্রমিক নিরাপত্তার বিষয়।
৭.দ্রব্যের চাহিদা ও যোগান নির্ভর করে কীসের ওপর?
-বিনিময় মূল্যের ওপর।
৮.চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌছায় –
-মধ্যস্থবব্যবসায়ী
৯.বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কতটি?
-চারটি।
১০.অর্থের বিনিময় নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে কী বলা হয়?
-বিজ্ঞান।
১১.পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি?
-বাজার তথ্য।
১২.বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ?
-প্রাতিষ্ঠানিক বাজার।
১৩.৯৯.৯৫ কোন ধরনের মূল্য?
-মনস্তাস্ত্বিক
১৪.কোন কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে কী বলে?
-মেট্রিক্স কাঠামো।
১৫.সমবায় সমিতি গঠনে কমপক্ষে সদস্য প্রয়োজন কতজন?
-১০ জন।
১৬.পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?
-বাজেট।
১৭.আধুনিক অগ্নি বীমার জনক কে?
-নিকোলাস বারবন।
১৮.লিলিয়ান মোলার গিলব্রেথ ছিলেন একজন কে?
-শিল্প মনোবিজ্ঞানী।
১৯.একাধিক কর্মপন্থার মধ্যে সর্বোত্তম বিকল্পটি বেছে নেয়াকে কী বলা হয়?
-সিদ্ধান্তগ্রহন।
২০.নিয়ন্ত্রণের ভিত্তি কী?
-পরিকল্পনা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]