Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5853
১.যখন কোনো চুক্তি প্রতারণার মাধ্যমে করা হয় তাকে কী বলে?
-বাতিলযোগ্য চুক্তি।
২.নির্দিষ্ট সময় পরপর সমপরিমাণ অর্থ ক্রমাগত প্রাপ্তি বা প্রদানকে কী বলে?
-বার্ষিক বৃত্তি।
৩.ডলারের দাম টাকার বিপরীতে হ্রাস পেলে কী হয়?
-আমদানি বাড়ে।
৪.প্রকৃত মূলধন ব্যয়ের অন্তর্নিহিত ব্যয় হলো কী?
-সুযোগ ব্যয়।
৫.প্রাথমিক বাজারে লেনদেন হয় তার নাম কী?
-সেকেন্ডারি বাজার।
৬.বুলিয়ন শব্দটি কোন বিষয়ের সাথে জড়িত?
-স্বর্ণ-রৌপ্য।
৭.চেক ইস্যু করার তারিখ থেকে কত মাসের মধ্যে না ভাঙালে তা অকার্যকর হয় –
-৬ মাস।
৮.গ্রাহক পরিচিতি ফরম চালু করার উদ্দেশ্য কী?
-গ্রাহকদের সাথে সুসম্পর্ক স্থাপন করা।
৯.নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোথায়?
-ইংল্যান্ডে।
১০.বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় –
-বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ ১৯৭২ দ্বারা।
১১.সমজাতীয় কয়েকটি ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকের অধীনে জোটবদ্ধ হয়ে কাজ করে তাকে কী বলে?
-গ্রুপ ব্যাংকিং।
১২.ব্যাংক অব ইংল্যান্ড জাতীয়করণ করা হয় কত সালে?
-১৯৪৬ সালে।
১৩.ব্যাংক কোম্পানি আইন অনুসারে বর্তমান একই পরিবার থেকে সর্বোচ্চ পরিচালক থাকতে পারবে কতজন?
-৪ জন
১৪.পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হচ্ছে কোনটি?
-সামাজিক পরিবেশ।
১৫.বই লেখকের অধিকার সুরক্ষায় কো আইন সহায়তা করে?
-কপিরাইট আইন।
১৬.সমবায় সমিতি গঠনে কমপক্ষে সদস্য প্রয়োজন কতজন?
-১০ জন।
১৭.কোম্পানির সংবিধান বলতে কী বোঝায়?
-পরিমেলবদ্ধ
১৮.কার্যকর যোগাযোগ অধিক কার্যকর ভূমিকা রাখে –
-ফলাবর্তন।
১৯.পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কী?
-সামাজিক পরিবেশ।
২০.ঋণ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর কৌশল কী?
-জমার হার পরিবর্তন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1362 Views
    by afsara
    0 Replies 
    7512 Views
    by tumpa
    0 Replies 
    7518 Views
    by afsara
    0 Replies 
    10393 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15757 Views
    by afsara

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]