Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5832
১.মহাদেশীয় জলবায়ু বা চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
-সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত-গ্রীষ্ম উভয়ই হয়। এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তর ভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে।
২.সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
-সমুদ্র নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম এবং দিন-রাত্রির তাপমাত্রার তেমন পার্থক্য হয় না। এ ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলা হয়।
৩.সূর্যের পরিবার বলতে কী বোঝায়?
-৮টি গ্রহ, ১৭৩টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ, লক্ষ লক্ষ ধূমকেতু নিয়েই সূর্যের পরিবার বা সৌরজগৎ।
৪.বিখ্যাত মেরিনো মেষ কোথায দেখতে পাওয়া যায়?
-মেসেটা মালভূমির শুষ্ক অঞ্চলে।
৫.ইউরোপের প্রধান খনিজ সম্পদ কী?
-কয়লা ও লৌহ।
৬.মস্কো কোন নদীর তীরে অবস্থিত?
-মস্কোভা নদীর তীরে।
৭.ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কোন স্থানকে?
-সুইজারল্যান্ডকে।
৮.আন্তর্জাতিক সম্মেলন শহর বলা হয় কোন স্থানকে?
-জেনেভাকে।
৯.পর্বত কাকে বলে?
-ভূ-পৃষ্ঠের অতি উচ্চ খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
১০.পর্বত কত প্রকার ও কী কী?
-পর্বত ৫ প্রকার। যথা:
ক.ভঙ্গিল পর্বত
খ.স্তূপ পর্বত
গ.সঞ্চয়জাত পর্বত
ঘ.ল্যাকোলিথ পর্বত
ঙ.ক্ষয়জাত পর্বত।
১১.তুন্দ্রা অঞ্চলে কোন কোন প্রাণী বাস করে?
-বল্গা হরিণ, শ্বেত শৃগাল এবং সেবল।
১২.ইউরোপের উচ্চতম পর্বত শ্রেনী কোনটি?
-আল্পস পর্বতমালা।
১৩.ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়?
-তিনটি। যথা:
১.টারশিয়ারী যুগের পাহাড়সমূহ
২.প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
৩.সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
১৪.প্রকৃতিগতভাবে পরিবেশ দূষণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
-৪ ভাগে। যথা:
ক.পানিদূষণ
খ.বায়ুদূষণ
গ.মাটিদূষণ
ঘ.শব্দদূষণ
১৫.দেশের একমাত্র সামুদ্রিক গ্যাসক্ষেত্রের নাম কী?
-সাংগু।
১৬.সাইপ্রাসের রাজধানীর নাম কী?
-নিকোশিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]