Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5766
১.উৎপাদন বলতে নির্দেশ করা হয় কোনটিকে?
-উপযোগ সৃষ্টি করাকে।
২.উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
-উৎপাদনশীলতা।
৩.মানুষের বৈচিত্র্যময়তার অভাব পূরণ করা যায় –
-নতুন নতুন পণ্য উদ্ভাবন করে।
৪.সংগঠন কী?
-ভূমি, শ্রম ও মূলধনের সমন্বয়।
৫.যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে কী বলে?
-উৎপাদনশীল শ্রম।
৬.কোন মাত্রার এন্টারপ্রাইজ সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে?
-ক্ষুদ্র ও মাঝারি।
৭.উৎপাদনশীলতাকে কী বলা হয়?
-উৎপাদন ক্ষমতা।
৮.মূলধন গঠনের ধাপ কয়টি ও কী কী?
-৫টি। যথা:
১.সঞ্চয় সৃষ্টি
২.সঞ্চয়ের সামর্থ্য
৩.সঞ্চয়ের ইচ্ছা
৪.সঞ্চয়ের গতিশীলতা
৫.সঞ্চয় প্রকৃত মূলধনের বিনিয়োগ
৯.উৎপাদন মাত্রা কী?
-উৎপাদিত পণ্যের পরিমাণ।
১০.জিডিপি কে কোন ধরনের মূল্যে হিসাব করা হয়?
-স্থির বাজারমূল্যে।
১১.অর্থনীতির প্রাণ বলা হয় কোনটিকে?
-বাজারজাতকরণকে।
১২.বর্তমানে বিপণনের মূল উদ্দেশ্য কী?
-ক্রেতাদের সন্তুষ্ট করা।
১৩.বিপণন পরিবেশের উৎপাদন দুটি ভাগ কী কী?
-১.ব্যষ্টিক পরিবেশ ও
২.সামষ্টিক পরিবেশ
১৪.জাহাজ থেকে পণ্য নিক্ষেপণকে কী বলা হয়?
-জেটিসন।
১৫.বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন কোনটি?
-আকাশ বিজ্ঞাপন।
১৬.অর্থনৈতিক কর্মকান্ডের উৎপত্তি –
-মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা থেকে।
১৭.ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতার মাপকাঠি কী?
-মুনাফা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]