Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5730
১.বিপণনকারী বাজার বিভক্ত করেন কীসের জন্য?
-ক্রেতাদের সন্তুষ্টি করার জন্য।
২.পূর্ণ প্রতিযোগীতার বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা কেমন?
-অসীম।
৩.আনুগত্য যে শিল্পবাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত কী?
-ব্যক্তিগত।
৪.বাজারজাতকরণ মিশ্রণ হলো কী?
-কৌশলগত বাজারজাতকরণ হাতিয়ারের মিশ্রন।
৫.বাজারজাতকরণ মিশ্রণ ধারণা প্রথম ব্যবহৃত হয় কত সালে?
-১৯৫০ সালে।
৬.বাজার বিভক্তিকরণ কী?
-ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা।
৭.যদি একটি নতুন পণ্য প্রতিযোগীর পণ্যের চেয়ে গুনে, মানে ও বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয় তাহলে সেই পণ্যকে বলা হয়?
-অদ্বিতীয় উচ্চতর পণ্য।
৮.বাচ্চারা হঠাৎ কান্না শুরু করার পর তাদের মিষ্টি খেতে দেয়া হলো। এক্ষেত্রে মিষ্টি কোন ধরনের পণ্য?
-জরুরি পণ্য।
৯.একটি পণ্যের একক প্রতি ব্যয় হ্রাস পায় কীসের স্তরে?
-প্রবৃদ্ধি স্তরে।
১০.কোন ধরনের আবেগের বশবর্তী হয়ে ক্রয় করা হয়?
-লোভনীয় পণ্য।
১১.কোন ধরনের পণ্যের কেন্দ্রীভূত বাজার থাকে?
-শিল্পপণ্য।
১২.যেসব পণ্য উৎপাদন অথবা পুনঃপ্রক্রিয়া করণের কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
-মূলধনী।
১৩.পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রতিযোগীতা সবচেয়ে বেশি?
-পূর্ণতা।
১৪.পণ্য জীবনচক্রের কোন স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীর গতির হয় অথবা স্থির থাকে তাকে কোন স্তর বলে?
-পূর্ণতা।
১৫.উৎপাদনর অথবা বিক্রয় লেভেল পরিবর্তন ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে কী বলে?
-Fixed cost.
১৬.সমবায়ের উৎপত্তি হয় কোথায়?
-ব্রিটেনের রচডেলে।
১৭.সর্বপ্রথম অগ্নিবীমার প্রচলন ঘটে কত সালে?
-১৮৬৫ সালে।
১৮.বাংলাদেশের বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করেন কে?
-বাংলাদেশ ব্যাংক।
১৯.সুযোগ ব্যয়কে অন্য কী ব্যয় নামে অভিহিত করা হয়?
-অব্যক্ত ব্যয়
২০.সাধারণ শেয়ারের ব্যয় নির্নয়ে অনুসৃত পদ্ধতি সংখ্যা হলো কতটি?
-৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]