Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#5378
বাংলা সাহিত্য
1। 'চোখের বালি' উপন্যাসটি কোন ধরনের উপন্যাস?
ক. ইতিহাস আশ্রয়ী
খ. দ্বন্দ্বমূলক
গ. রাজনৈতিক
ঘ. সমস্যামূলক
উঃ খ
2। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন?
ক. এজরা পাউন্ড
খ. টি এস ইলিয়ট
গ. ডবলিউ. বি. ইয়েটস
ঘ. কীটস
উঃ গ
3। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. সোনার তরী
খ. সেঁজুতি
গ. ক্ষণিকা
ঘ. ফাল্গুনী
উঃ ঘ
4। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উঃ ক
5। ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কবিতার নাম
খ. গল্প সংকলনের নাম
গ. উপন্যাসের নাম
ঘ. কাব্য সংকলনের নাম
উঃ গ
6। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. ছোটগল্প
গ. প্রহসন
ঘ. নাটক
উঃ ক
7। পদাবলী’ লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. কায়কোবাদ
উঃ ক
8। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
ক. খুলনা দক্ষিণ ডিহি
খ. যশোরের কেশবপুর
গ. ছোটনাগপুর মালভূমি
ঘ. খুলনার পিঠাভোগ গ্রাম
উঃ ঘ
9। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
ক. ২২ শে শ্রাবণ
খ. ২৩ শে শ্রাবণ
গ. ২৪ শে শ্রাবণ
ঘ. ২৫ শে শ্রাবণ
উঃ ক
10। পারিবারিকভাবে ঐতিহ্যসূত্রে রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. হিন্দু ধর্ম
খ. ব্রাহ্ম ধর্ম
গ. সনাতন ধর্ম
ঘ. বৈষ্ণব ধর্ম
উঃ খ
11। রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে প্রধান দুটি চরিত্রের নাম-
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মহেন্দ্র ও বিনোদিনী
গ. সুরেশ ও অচলা
ঘ. মধুসূদন ও কুমুদিনী
উঃ খ
12। ‘সবুজের অভিযান’ রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত?
ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. কণিকা
ঘ. বীথিকা
উঃ খ
13। আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' -রবীন্দ্রনাথের এ গানে "নিছনি" কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
উঃ খ
14। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘শেষের কবিতা’ হচ্ছে-
ক. একটি বিয়োগান্তক কবিতা
খ. একটি মিলাত্বক উপন্যাস
গ. একটি রোমান্টিক উপন্যাস
ঘ. একটি রম্য রচনা
উঃ গ
15। কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অতুল প্রসাদ সেন
ঘ. জীবনানন্দ দাশ
উঃ খ
16। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
ক. সোনার তরী
খ. রক্তকরবী
গ. রাজবন্দীর জবানবন্দী
ঘ. চোখের বালি
উঃ গ
17। 'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর'- কোন কবিতার চরণ?
ক. হিং টিং ছট
খ. প্রিয়তমাষু
গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ
ঘ. আজি সৃষ্টি সুখের উল্লাসে
উঃ গ
18। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি
ক. গীতাঞ্জলি
খ. বলাকা
গ. বনফুল
ঘ. পূরবী
উঃ গ
19। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. সোনার তরী
গ. চিত্রা
ঘ. বলাকা
উঃ ক
20। কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
ক. সাহিত্য
খ. সাহিত্যের স্বরূপ
গ. সাহিত্যের পথে
ঘ. তিনটিই
উঃ ঘ
21। 'নৌকাডুবি' রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উঃ ঘ
22। রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন-
ক. ১৯১৩
খ. ১৯১৫
গ. ১৯১৭
ঘ. ১৯১৯
উঃ ঘ
23। ‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. আবুল ফজল
ঘ. আবুল মনসুর আহমদে
উঃ ক
24। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন-
ক. সঞ্চিতা
খ. ব্যাথার দান
গ. বিষের বাঁশি
ঘ. রাজবন্দীর জবানবন্দী
উঃ ক
25। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কনোটি?
ক. ব্যথার দান
খ. বসন্ত প্রয়াণ
গ. ধান কন্যা
ঘ. শেষ খেলা
উঃ ক
26। নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ?
ক. রুবাইয়াৎ-ই-মজলিস
খ. রুবাইয়াৎ-ই-জাকির
গ. রুবাইয়াৎ-ই-হাফিজ
ঘ. রুবাইয়াৎ-ই-মোসলেম
উঃ গ
27। কোনটি নজরুলের রচনা?
ক. শিশু ভোলানাথ
খ. লীলাবতী
গ. চোখের ছাতক
ঘ. বালুচর
উঃ গ
28। “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কতযামিনী” এই কবিতাংশটুকুর কবি কে?
ক. বেনজীর আহমেদ
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
উঃ খ
29। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে-
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৬ সালে
উঃ খ
30। কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
ক. ৪৮ নং বাঙালি পল্টন
খ. ৪৯ নং বাঙালি পল্টন
গ. ৪৮ নং পূর্বাঞ্চল পল্টন
ঘ. ৪৯ নং উর্দু পল্টন
উঃ খ
31। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
ঘ. মৃত্যুক্ষুধা
উঃ ঘ
32। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুশিয়ার
ঘ. অগ্রপথিক
উঃ খ
33। কাজী নজরুল ইসলামের 'মহররম' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ছায়ানট
গ. মালঞ্চ
ঘ. বুলবুল
উঃ ক
34। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উঃ ঘ
35। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
ক. যুক্তরাজ্য
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভারত
উঃ খ
36। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. ব্যথার দান
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
উঃ খ
37। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
ক. অগ্নিবীণা
খ. দোলচাঁপা
গ. চক্রবাক
ঘ. বলাকা
উঃ ঘ
38। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য
ক. শেষের কবিতা
খ. দিবারাত্রির কাব্য
গ. দোলনচাঁপা
ঘ. বাংলার কাব্য
উঃ গ
39। 'সঞ্চিতা' কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনান্দ দাস
ঘ. শামসুর রহমান
উঃ খ
40। নজরুলের 'ব্যথার দান' কবে প্রকাশিত হয়?
ক. ১৯২২ সালে
খ. ১৯২৫ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৩২ সালে
উঃ ক
41। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি?
ক. অগ্নিবীণা
খ. মৃত্যুক্ষুধা
গ. বুলবুল
ঘ. ঝিঙেফুল
উঃ গ
42। কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
গ. সর্বহারা
ঘ. ছায়ানট
উঃ গ
43। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ীর আগমনে
ঘ. নারী
উঃ গ
44। বাঁধনহারা পত্রোপন্যাসটিতে কয়টি পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক.১২টি
খ.১৩টি
গ. ১৫টি
ঘ.১৮টি
উঃ ঘ
45। ’সব্যসাচী’ নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. বিষের বাঁশি
খ. সর্বহারা
গ. ফণিমনসা
ঘ. জিঞ্জির
উঃ গ
46। ’জীবন বন্দনা’ নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশি
গ. জিঞ্জির
ঘ. সন্ধ্যা
উঃ ঘ
47। মরুভাস্কর’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
ক. জীবনীগ্রন্থ
খ. কাব্যগ্রন্থ
গ. গল্পগ্রন্থ
ঘ. কোনোটিই নয়
উঃ ক
48। বাংলাদেশের বর্তমান রণ সংগীত কত সালে মন্ত্রিসভায় রণ সংগীত হিসেবে নির্বাচিত হয়?
ক.১৯৭১
খ. ১৯৭২
গ.১৯৭৩
ঘ.‘৯৯৭৪
উঃ ঘ
49। ’ধূমকেতু’ কোন ধরনের গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ
খ. প্রবন্ধ গ্রন্থ
গ. জীবনীগ্রন্থ
ঘ. প্রহসন
উঃ খ

50। কাজী নজরুল ইসলাম’ সর্বহারা’ কাকে উৎসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষকে
খ. বিরজা সুন্দরী দেবীকে
গ. চিত্তরঞ্জন দাসকে
ঘ. বীর বাদলকে
উঃ খ
51। ’বিষের বাঁশি’ গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষ
খ. বিরজা সুন্দরী দেবী
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. মোসাম্মদ মাসুদা খাতুন
উঃ ঘ
52। পাত্র-পাত্রী’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
খ. প্রেমের গল্প
গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প
উঃ খ
53। কর্মফল’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
খ. প্রেমের গল্প
গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প
উঃ গ
54। রবীন্দ্রনাথ ঠাকুরের’ মুক্তধারা’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
উঃ ঘ
55। ’বসন্ত’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
উঃ খ
56। ’বসন্ত’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
উঃ গ
57। বিসর্জন নাটকটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. অমিত্রাক্ষর
ঘ. গদ্যছন্দ
উঃ গ
58। গোরা’ রচনা করা হয়-
ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়
উঃ ক
59। ঘরে বাইরে’ রচিত হয়-
ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়
উঃ গ
60। চোখের বালি’ কোন ধরনের উপন্যাস?
ক. রাজনৈতিক উপন্যাস
খ. বিশ্লেষণধর্মী উপন্যাস
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. মনস্তাত্ত্বিক উপন্যাস
উঃ ঘ

সংগৃহীত;-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]