Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3769
১. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- চার্লস উইলকিনস
২. ভারতীয়দের মধ্যে প্রথম কে বাংলা ব্যাকরন রচনা করেন?
- রামমোহন রায়
৩. আবোল তাবোল কার লেখা?
- সুকুমার রায়
৪. বাঙালির ইতিহাস বইটি কার লেখা?
- নীহাররঞ্জন রায়
৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
- চর্যাপদ
৬. নদী ও নারী কার রচনা?
- হুমায়ন কবির
৭. চর্যাপদের কোন রচয়িতা বাঙালি ছিলেন?
- ভুসুকু পা
৮. কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
- বিদ্যাপতি
৯. সংশপ্ত কার রচনা?
- শহীদুল্লাহ্ কায়সার
১০. ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরন রচনা করেন কে?
- ব্রাসি হ্যালহেড
১১। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ?
- ফকরুদ্দিন মোবারক শাহ
১২। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ?
-গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
১৩। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
- মুর্শিদ কুলি খান
১৪। বাংলার শেষ স্বাধীন নবাব কে ?
- সিরাজউদ্দৌলা
১৫। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা
করেন ?
- মুহম্মদ ঘুরি
১৬। বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ?
- ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি
১৭। দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম নারী
মুসলমান শাসক কে ?
- সুলতানা রাজিয়া ।
১৮। কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয়
করেন ‘?
- আলাউদ্দিন খিলজি ।
১৯। কোন মুসলমান প্রশাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয়
করেন ?
- মালিক কাফুর ।
২০। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন ?
- লক্ষণ সেন ।
২১। সেন বংশের সর্ব শ্রেষ্ঠ রাজা ছিলেন ?
- বিজয়সেন ।
২২। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
- তারিক
২৩। মুসলমানদের মধ্যে কে প্রথম সিন্ধু বিজয়
করেন ?
- মুহাম্মদ বিন কাশিম ্
২৪। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ
করেন ?
- ১৭বার ।
২৫। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা
কে?
- কুতুবউদ্দিন আইবেক ।
২৬। ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
- বাবর
২৭। কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘
জান্নাতাবাদ ‘ ?
- হুমায়ুন ।
২৮। কে উপমহাদেশে আফগান সম্রাজ্য প্রতিষ্ঠা
করেন ?
- শেরখান বা শেরশাহ ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    185 Views
    by tasnima
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]