Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3670
প্রথম সেনাবাহিনী প্রধান -- জেনারেল এমএজি
ওসমানী।
☞ প্রথম জাতীয় অধ্যাপক -- শিল্পাচার্য জয়নুল
আবেদীন।
☞ প্রথম রণতরী -- বি এন এস পদ্মা।
☞ প্রথম পতাকা উত্তলন -- ২ মার্চ ১৯৭১।
☞ প্রথম নোট (মুদ্রা) চালু হয় -- ৪ মার্চ ১৯৭২।
☞ প্রথম বিমান চালু হয় -- ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
☞ প্রথম বিশ্ববিদ্যালয় -- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
☞ প্রথম নির্বাচন কমিশনার -- বিচারপতি মোহাম্মাদ
ইদ্রিস।
☞ প্রথম বাংলা ছায়াছবি -- মুখ ও মুখোশ (১৯৫৬)।
☞ প্রথম বিমানবাহিনী প্রধান -- একে খন্দকার।
☞ প্রথম নারী পাইলট -- কানিজ ফাতেমা রোকসানা।
☞ প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়া।
☞ প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কচুবাড়ী কৃষ্টপুর
(ঠাকুরগাঁও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)।
☞ প্রথম বানিজ্য জাহাজ -- বাংলার দূত।
☞ প্রথম নারী উপাচার্য -- ফারজানা ইসলাম
(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
☞ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী
শহীদ -- প্রীতিলতা ।
☞ প্রথম নারী এভারেস্ট জয়ী -- নিশাত মজুমদার।
☞ প্রথম নারী স্পিকার -- শিরিন শারমিন চৌধূরী।
☞ প্রথম এভারেস্ট জয়ী -- মুসা ইব্রাহিম।

১.বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম?
উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক?
উঃ সোনালী ব্যাংক
৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল?
উঃ মনিহার (যশোর)
৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার
জাহাজ?
উঃ বাংলার দূত
৫. বাংলাদেশের বৃহত্তম শহর?
উঃ ঢাকা
৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর?
উঃ চট্টগ্রাম বন্দর
৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র?
উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ
কেন্দ্র?
উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
৯.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল?
উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা
১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ?
উঃ কেউক্রাডং
১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়?
উঃ গারো (ময়মনসিংহ)
১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ?
উঃ বৈলাম (প্রায় ৬১মিটার)
১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী?
উঃ সুরমা
১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী?
উঃমেঘনা
১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ?
উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:)
১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? উঃ
পদ্মা সেতু (৬.১৫ কি:মি:)
১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র
সৈকত?
উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]