Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3597
ইংরেজি ও বাংলা সাহিত্য সম্পর্কিত প্রশ্নোত্তর
ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল-Beowulf
ইংরেজি গদ্যের জনক – John Wyclif
শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে
শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে
মেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।
William Wordsworth এর উপাধি হল- The Poetof Nature.
John Keats এর উপাধি হল- The Poet of Beauty.
John Milton এর উপাধি হল- English Epic Poet.
George Orwell এর মূল নাম হল- Eric ArthurBlair
George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।
ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding
T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেলপুরস্কার পেয়েছিল
John Keats পেশাগতভাবে একজন ডাক্তারছিলেন।
Winston Churchill ছিলেন এমন একজনপ্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।

বাংলা সাহিত্য
১. "সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলে না"
উক্তিটি কার?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২." আসাদের সার্ট "কবিতাটি কার?
- শামসুর রাহমান
৩. "নবকুমার"কোন উপন্যাসের চরিত্র?
- কপালকুণ্ডলা ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
৪. আখতারুজ্জামান ইলিয়াসের কোন উপন্যাসটি ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের
প্রেক্ষাপটে রচিত?
- চিলেকোঠার সেপাই
৫. কবিগুরু তার " কালের যাত্রা "নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন?
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬." বিন্দুবিসর্গ "কার আত্মজীবনী
- নীলিমা ইব্রাহিম
৭. "কাব্যসুধাকর" উপাধি কার?
- গোলাম মোস্তফা
৮. "ফেরারী" কবিতার রচয়িতা কে?
- দিলারা হাসেম
৯. "নিষিদ্ধ লোবান" মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
১০. রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?
- মুনীর চৌধুরী
১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১২. "মৃত্যুক্ষুধা" উপন্যাসটি কার?
- কাজী নজরুল ইসলাম
১৩. "জাগ্রত বাংলাদেশ" প্রবন্ধটির রচয়িতা কে?
- আহমেদ ছফা
১৪. কবি নির্মলেন্দু গুনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
- প্রেমাংশুর রক্ত চাই"
১৫. বিহারীলাল চক্রবর্তী কে ভোরের পাখি উপাধি দেন কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৬."হুলিয়া" কবিতাটি কার?
- নির্মলেন্দু গুন
১৭. সৈয়দ মুজতবা আলীর "দেশে বিদেশে" ভ্রমণ কাহিনীতে কোন শহরের কথা
বলা হয়েছে?
- কাবুল, আফগানিস্তান
১৮." বঙ্গবন্ধু "কবিতাটি কার?
- অন্নদাশঙ্কর রায়
১৯." উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ " কাব্যগ্রন্থটি কার?
- শামসুর রাহমান
২০. "মেবার পতন" নাটকের রচয়িতা কে?
- ডি এল রায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    1840 Views
    by romen
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]