Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3413
মাহাথিরের নতুন দল পেজুয়াং
মাত্র চার বছরের মাথায় আবারো একটি নতুন দল গড়েছেন আধুনিক মালেশিয়ার রূপকার ৯৫ বছর বয়সি দুইবারের প্রধানমন্ত্রী ড.মাহাথির মোহাম্মদ। তার এবারের দলের নাম পার্টি পেজুয়াং তানাহ এয়ার বা জাতির যোদ্ধা দল। ১২ আগষ্ট ২০২০ তিনি তার নিজের ব্লগে নিজের নতুন দলের নাম প্রকাশ করেন। এর আগে দেশকে দুর্নীতি মুক্ত করার প্রত্যয়ে ৮ সেপ্টেম্বর ২০১৬ বেরসাতুর মালেশিয়া নামের একটি দল গড়েছিলেন ড. মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়া
দুর্নীতির দায়ে নাজিব রাজাক দন্ডিত
মালেশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদন্ড দেন একটি আদালত। সে সাথে তাকে ৪ কোটি ৯৪ লাখ ডলার জরিমানা করা হয় । কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি ২৮ জুলাই ২০২০ এ রায় ঘোষণা করেন। নাজিব রাজাকের বিরূদ্ধে ক্ষমতার অপব্যবহার, ফৌজদারি, দুর্নীতি ও অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলায় প্রসিকিউশনের আনা সাত দফা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে দন্ডাদেশ দেন বিচারক গাজ্জালি। নাজিবের বিরূদ্ধে আনা সাত দফা অভিযোগের প্রত্যেকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। ৩ এপ্রিল ২০০৯-১০ মে ২০১৮ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতাকে ক্ষমতার অপব্যবহারের জন্য দেওয়া হয় ১২ বছরের সাজা। আস্থা ভঙ্গ এবং অর্থ পাচার সহ ছয়টি অভিযোগে তাকে আরও ১০ বছরের জেল দেওয়া হয়। ২০০৯ সালে মালেয়েশিয়ার নতুন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য 1 Malaysia Development Berhad তহবিলটি গঠন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ছিলেন এর প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ব্যাংক ও শেয়ারহোল্ডারদের পাওনা পরিশোধ ব্যর্থতার কারণে এ তহবিলের কর্মকান্ড নিয়ে প্রশ্ন ওঠে। মালেয়শিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করে এ তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি মার্কিন ডলার অবৈধভাবে আত্মসাৎ করা হয় আর ব্যক্তিগত হিসেবে তা হস্তান্তর করা হয়। এসব অর্থ বিলাসবহুল বাড়ি, বিমান, দামি, চিত্রকর্ম কেনাসহ নানা বিলাসী কর্মকান্ডে ব্যয় করা হয়।

মালিতে সেনা অভ্যূত্থান
১৮ আগষ্ট ২০২০ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মাধ্যমে এ অভ্যূত্থান শুরূ হয়। অভ্যূত্থান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর জুনিয়ররা প্রেসিডেন্ট ইব্রাহীম বাবাকার কেইটা ও প্রধানমন্ত্রী বোবো সিসিকে সহ উর্ধ্বতন কর্মকর্তাদের আটক করে। সেনা অভ্যূত্থান এর পর রক্তপাত এড়াতে ১৯ আগষ্ট ২০২০ পদত্যাগ করেন প্রেসিডেন্ট ইব্রাহীম বাবাকার কেইটা। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস, দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো মালি সেনা অভ্যূত্থানের নিন্দা জানায়। যেকোনো ধরণের অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে।

কানাডা যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ
জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে ৬ আগষ্ট ২০২০ কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানি করার ওপর ১০% শুল্কারোপের ঘোষনা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, যা ১৬ আগষ্ট ২০২০ থেকে কার্যকর । ডোনাল্ট ট্রাম্পের এ ঘোষণার একদিন পর ৭ আগষ্ট ২০২০ কানাডা সরকার মার্কিন অ্যালুমিনিয়াম পণ্য থেকে ৩৬০ কোটি টাকা কানাডীয় ডলার শুল্ক আদায়ের ঘোষণা দেয় । সুনির্দিষ্টভাবে কোন কোন মার্কিন পণ্য টার্গেট করবে সে বিষয়ে পরামর্শ করার ৩০ দিনের মধ্যে পাল্টা শুল্ক কার্যকর হবে। ২৩ মার্চ ২০১৮ ডোনাল্ট ট্রাম্প প্রথমবার কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানিতে ১০% শুল্ক আরোপ করেছিলেন। জবাবে সে সময় মার্কিণ পণ্যে শত শত কোটি ডলারের শুল্ক আরোপ করে কানাডা সরকার। পরে কানাডীয় অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক প্রত্যাহার করে নেয় মার্কিন প্রশাসন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]