Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3381
১। মৎস্য অধিদপ্তরের ১ম নারী মহাপরিচালক
__ কাজী শামস আফরোজ।
৭। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৫তম চেয়ারম্যান
__ প্রকৌশলী সাঈদ আহমেদ।
৮। সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে আবারও নিয়োগ দেয়া হয়েছে
__ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে।
৯। নতুন প্রবর্তিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক
__ অধ্যাপক ড. এ এইচ এম এনায়েত হোসেন।
১০। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক
__ আ. হামিদ জমাদ্দার।
১১। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান
__ আবু হেনা মো. রহমাতুল মুনিম।
১২। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক
__ সাবেক ডেপুটি গভর্নর মো. নাজমুল হুদা।
১৩। কর্মসংস্থান ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক
__ মো. তাজুল ইসলাম।
১৪। মহিলাবিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক
__ পারভীন আক্তার।
১৫। আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
__ অধ্যাপক মুহাম্মদ ফাজলী ইলাহী।
১৬। নতুন জ্বালানি সচিবের নাম
__ মো. আনিছুর রহমান।
১৭। সিরডাপের নতুন পরিচালকের নাম
__ অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।
১৮। পেট্রোবাংলার নতুন চেয়ারম্যানের নাম
__ আবুল বাশার মোহাম্মদ আবদুল ফাত্তাহ।
১৯। রাজউকের নতুন চেয়ারম্যানের নাম
__ মো. সাঈদ নূর আলম।
২০। ওয়াটারএইড বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর
__ হাসিন জাহান।
২১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক
__ মো. ফসি উল্লাহ।
২২। সম্প্রতি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে বাংলাদেশে ১ম ডিজিটাল পদ্ধতি চালু করে
__ চট্রগ্রাম জেলা প্রশাসন।
২৩। ২৩ ডিসেম্বর মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া দুটি নতুন বিশ্ববিদ্যালয়
__ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
২৪। ৩০ ডিসেম্বর মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া দুটি নতুন বিশ্ববিদ্যালয়
__ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২৫। ' অনন্যা সাহিত্য পুরস্কার - ১৪২৬' পান
__ লেখক নাদিরা মজুমদার।
২৬। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চালু হওয়া নতুন অধিদপ্তর
__ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
২৭। ' পরাবাস্তব কবিতা' কাব্যগ্রন্থের লেখক
__ আবদুল মান্নান সৈয়দ।
২৮। 'বাংলাদেশের 'কল সেন্টার ৩৩৩' এর স্লোগান
__ তথ্য ও সেবা সব সময়।
২৯। সরকার ২০২০ সালে ' বর্ষপণ্য ' হিসেবে ঘোষণা করেছে
__ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ( হালকা প্রকৌশল)।
৩০। ১ জানুয়ারি ২০২০ বঙ্গবন্ধু কর্ণার উদ্ধোধন করা হয়
__ বিজয় নগরের শ্রম ভবনে।
৩১। নারী পোশাক শ্রমিকদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ' মেইড ইন বাংলাদেশ 'র পরিচালক
__ রুবাইয়াত হোসেন।
৩২। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ' দ্য ব্যাংকার ' এর জরিপে বিশ্বের সেরা অর্থমন্ত্রী
__ আ হ ম মোস্তফা কামাল।
৩৩। সম্প্রতি বঙ্গবন্ধুকে 'মহাকায় মানব' বলে অভিহিত করেছেন
__ জুলিয়া নিবলেট।
৩৪। ২০২০ সালে পুলিশ সপ্তাহ পালনের প্রতিপাদ্য
__ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।
৩৫। দেশে ১ম বারের মত 'ডিজিটাল বাংলাদেশ মেলা' অনুষ্ঠিত হয়
__ ১৬-১৮ জানুয়ারি ২০২০।
৩৬। সম্প্রতি স্পেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ল্যাব এবং স্কপাস এর তথ্যমতে, বিজ্ঞান গবেষণায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান
__ সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ (আইসিডিডিআরবি)।
৩৭। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া নতুন আর্থিক প্রতিষ্ঠান
__ স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্ট।
৩৮। মুজিববর্ষের কাউন্টডাউন / ক্ষণগণনা শুরু হয়
__ ১০ জানুয়ারি ২০২০।
৩৯। বগুড়া জেলার নতুন ইউনিয়নের নাম
__ সুখানপুকুর ইউনিয়ন।
৪০। বঙ্গবন্ধুর বিষয়ে গবেষণার জন্য ' বঙ্গবন্ধু চেয়ার' রয়েছে
__ ভারত, থাইল্যান্ড ও পোল্যান্ডে।
৪১। ৩০ ডিসেম্বর নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়
__ ৫০ টি।
৪২। দেশীয় ১ম কোম্পানি হিসেবে র্যাম (RAM) তৈরি করে
__ ওয়ালটন কোম্পানি।
৪৩। দেশে বর্তমানে হাইটেক ও সফটওয়্যার পার্ক
__ ৩ টি।
৪৪। সম্প্রতি বাংলাদেশ তাদের ৪র্থ কনস্যুলেট খুলতে যাচ্ছে
__ যুক্তরাষ্ট্রে।
৪৫। সম্প্রতি ১১৮তম জন্মবার্ষিকী পালন করা হয়
__ পল্লীকবি জসীম উদদীনের।
৪৬। পদ্মা সেতুতে ২১তম স্প্যান বসানো হয়
__ ১৪ জানুয়ারি ২০২০।
৪৭। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য ' বঙ্গবন্ধু টানেলের' দৈর্ঘ্য
__ ৩.৪ কিলোমিটার।
৪৮। সম্প্রতি 'জাতীয় বীমা দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে
__ ১ মার্চকে।
৪৯। এখন থেকে 'জাতীয় ভোটার দিবস' পালিত হবে
__ ২ মার্চ।
৫০। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়তে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলন অনুষ্ঠিত হয়
__ আবুধাবিতে।
৫১। বাংলাদেশের ৩য় সাবমেরিন ক্যাবল সি মি উই-৬ কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন হবে
__ কক্সবাজারে।
৫২। সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পে আর্থিক সহয়তা দেবে
__ 'জাইকা' কোম্পানি ।
৫৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়
__ ১১ জানুয়ারি ২০২০।
৫৪। আবুধাবিতে অনুষ্ঠিত 'সাসটেইনেবিলিটি উইক-২০২০' এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন
__ ১৩ জানুয়ারি ২০২০।
৫৫। রাষ্ট্রবিজ্ঞানী এবং নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ তালুকদার মনিরুজ্জামান মারা যান
__ ২৯ ডিসেম্বর ২০১৯।
৫৬৷ বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব উড়োজাহাজ
__ ১৮ টি।
৫৭। দেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে শিল্প - কারখানা স্থাপনের কার্যক্রম চলছে
__ ১৫ টিতে।
৫৮। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উদযাপিত হবে
__ ২০২১ সালে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]