Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3296
প্রশ্ন ৫১ : সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।
প্রশ্ন ৫২ : মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে- দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
→ Correct Answer: সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।
প্রশ্ন ৫৩ : সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–বিক্ষেপন/প্রতিসরণ?
→ Correct Answer:বিক্ষেপন
প্রশ্ন ৫৪ : বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি/শিল্প/সেবা?
→ Correct Answer:সেবা।
প্রশ্ন ৫৫ : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
A) EU B. WTO
→উত্তর : A
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.
প্রশ্ন ৫৬ : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর B. বিষ্ণু দে
→উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
প্রশ্ন ৫৭ : ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
A. সাম্যবাদী B. জীবন- বন্দনা
→উত্তর : জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
প্রশ্ন ৫৮ : মোট সেক্টর কমান্ডার কতোজন?
ক) ১৬ জন। খ) ১৯ জন।
উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
প্রশ্ন ৫৯ : বৃহত্তম অর্থনীতির দেশ??
A) China B. Usa
উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
প্রশ্ন ৬০ : মুসলিম নারী জাগরনের কবি কে?
ক) বেগম রোকেয়া খ) শামসুন্নাহার
→উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
প্রশ্ন ৬১ : সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।
ক) কণ্টক খ) কীট
→উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
প্রশ্ন ৬২ : CPU তে কোনটি থাকে?
ক) register
খ) memory
উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
প্রশ্ন ৬৩ : Control unit –
A) performs mathematical
operations
B. performs logical operations
C) directs the movement of
electrical signals
উত্তর : B.
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
প্রশ্ন ৬৪ : ভিটামিন সি বেশি আছে কোনটিতে?
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
প্রশ্ন ৬৫ : আপেল এ কোন এসিড?
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।
প্রশ্ন ৬৬ : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
প্রশ্ন ৬৭ : কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?
ক) নাপাম বোমা
খ) নিউট্রন বোমা
উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
প্রশ্ন ৫৬ : বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর B. বিষ্ণু দে
→উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
প্রশ্ন ৫৭ : ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
A. সাম্যবাদী B. জীবন- বন্দনা
→উত্তর : জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”
প্রশ্ন ৫৮ : মোট সেক্টর কমান্ডার কতোজন?
ক) ১৬ জন। খ) ১৯ জন।
উ : ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
প্রশ্ন ৫৯ : বৃহত্তম অর্থনীতির দেশ??
A) China B. Usa
উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
প্রশ্ন ৬০ : মুসলিম নারী জাগরনের কবি কে?
ক) বেগম রোকেয়া খ) শামসুন্নাহার
→উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
প্রশ্ন ৬১ : সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা______বেশী।
ক) কণ্টক খ) কীট
→উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
প্রশ্ন ৬২ : CPU তে কোনটি থাকে?
ক) register
খ) memory
উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ,যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয় অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
প্রশ্ন ৬৩ : Control unit –
A) performs mathematical
operations
B. performs logical operations
C) directs the movement of
electrical signals
উত্তর : B.
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
প্রশ্ন ৬৪ : ভিটামিন সি বেশি আছে কোনটিতে?
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
প্রশ্ন ৬৫ : আপেল এ কোন এসিড?
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।
প্রশ্ন ৬৬ : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
প্রশ্ন ৬৭ : কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?
ক) নাপাম বোমা
খ) নিউট্রন বোমা
উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা :
নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে।
আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না। নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে,ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
প্রশ্ন ৬৮ : কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
প্রশ্ন ৬৯ : ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?
ক) ১৫ টি
খ) ২০ টি
উত্তর : ১৫ টি।
ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।
প্রশ্ন ৭০ : বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
ক) ১১ টি
খ) ১২ টি
উত্তর : ১২ টি।
প্রশ্ন ৭১ : মোট বীর উত্তম কতজন?
ক) ৬৮ জন
খ) ৬৯ জন
উত্তর : ৬৯ জন।
ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
প্রশ্ন ৭২ : ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?
ক) ৭.৮
খ) ৭.৯
উত্তর : ৭.৮
ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।

Collected:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    59 Views
    by lipi
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    80 Views
    by shahan
    1 Replies 
    838 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]