Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3283
১/ বাংলা ভাষার প্রথম মানবতাবাদী
কবি → চণ্ডীদাস
-
২/ আলাওলের 'পদ্মাবতী' কাব্যের
হিরামন হচ্ছে → শুক পাখির নাম
-
৩/ প্রথাবিরোধী বহুমাত্রিক
লেখক হিসেবে পরিচিত -→ হুমায়ুন
আজাদ
-
৪/ 'এলাটিং বেলাটিং', ধান ভানলে
কুঁড়ো দেব' শিশুতোষ গ্রন্থের
প্রণেতা → শামসুর রাহমান
-
৫/ 'মহাকবি আলাওল' নাটকটির
রচয়িতা → সিকান্দার আবু জাফর
-
৬/ বাংলাদেশে নির্মিত বৃহত্তম
জাহাজের নাম → এনজিয়ান
-
৭/ বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার
নকশাকার → কে জি মুস্তাফা
-
৮/ রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের
অবস্থান → ৮ম
-
৯/ পোশাক রপ্তানিতে বাংলাদেশের
অবস্থান বিশ্বে → ৩য় (চীন-১ম, ২য়-
ভিয়েতনাম,
৪র্থ- ইন্দোনেশিয়া, ৫ম- ভারত)
-
১০/ বাংলাদেশের প্রথম গণভোট
অনুষ্ঠিত হয় → ৩০মে ১৯৭৭ -
১১/ আফ্রিকার শেক্সপিয়র বলা
হয় → নাইজেরিয়ার চিনুয়া আচেবেকে
-
১২/ যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা
সংস্থা → ব্ল্যাক ওয়াটার
-
১৩/ রোমের অর্থনীতি
নির্ভরশীল ছিল → দাস শ্রমের ওপর -
১৪/ ডেমোক্রেসি মনুমেন্ট অবস্থিত →
ব্যাংকক, থাইল্যান্ড
-
১৫/ জেকোবিন হলো → ফরাসি
-
লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।
-
বাজারে যে বারবি পুতুল পাওয়া যায়,তার পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।
-
পিঁপড়েরা কখনো ঘুমায় না।
-
জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
-
চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।
-
আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।
-
একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
-
ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।
-
প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
-
চোখ খোলা রেখে নাক ডাকা সম্ভব না।
-
হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।
-
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার
এর মাঝে। যুদ্ধ শুরুর (৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।
-
শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
-
মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
-
নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
-
পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরণ তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
-
হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
-
অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি,তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হত।
-
কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
-
মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগত।
-
বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
-
শুক্র একমাত্র গ্রহ,যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে।
-
মধু একমাত্র খাবার,যা কখনো নষ্ট হয় না।
-
ভূমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।
-
আঙুলের ছাপের মতন প্রত্যেক মানুষের জিহ্বার ছাপও ভিন্ন হয়।
-
ঝামা পাথর হল একমাত্র পাথর,যা অনেক সময় পানির উপর ভাসে।
-
প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
-
মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।
-
মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুণ দ্রুত বাড়ে।
-
১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]