Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3261
● উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করা হয় = 1498 সালে
● বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপন হয় = রংপুরে।
● রচয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পান্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হতো = অনুবাদক।
● চর্যাপদের কোন পদটি খন্ডাকারে পাওয়া গেছে = 23 নং পদ।
● চর্যাপদ আবিষ্কার হওয়ার স্থান = নেপালের রাজদরবারের গ্রন্থাগার।
● বাংলা সাহিত্যের প্রাচীনতম লেখক = লুই পা।
● বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম = ব্রজবুলি।
● দোভাষী পুঁথির উল্লেখ যোগ্য কবি = সৈয়দ হামজা।
● অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে = দেশী।
● কোন সময়কাল কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে = 1201 - 1350 খ্রি।
● মহাকবি আলাওল কোন যুগের কবি = মধ্য যুগের।
● মধ্যযুগের প্রথম কাব্য = শ্রীকৃষ্ণকীর্তন।
● বাংলা ভাষায় মধ্যযুগের বিস্তৃতিকাল কত = 1201 - 1800 খ্রিস্টাব্দ।
● মধ্যযুগের উল্লেখ যোগ্য মুসলমান কবি কে = আলাউল।
● মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে = ভারতচন্দ্র।
● ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন = রামরাম বসু।
● "বিবি কুলসুম" কার রচনা = মীর মোশাররফ হোসেন।
● "পঞ্চরত্ন" এর রচয়িতা কে = সৈয়দ মুজতবা আলী।
● বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার = মীর মোশাররফ হোসেন।
● Origin & Development of Bengali language এই গ্রন্থটির রচয়িতা = ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
● বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে = মধ্যযুগে।
● বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেন = দীনেশচন্দ্র সেন।
● যুগ সন্ধিক্ষণের কবি = ঈশ্বরচন্দ্র গুপ্ত।
● মধ্যযুগের প্রথম কবি = বড়ু চণ্ডীদাস।
● বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি = 3 টি।
● বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি = চর্যাপদ।
● বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন = মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
● শ্রীকৃষ্ণকীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় = গোয়ালঘরে।
● চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি = মকুন্দরাম চক্রবর্তী।
● " সই কি শুনাইল শ্যাম নাম" পদটির রচয়িতা কে = চণ্ডীদাস।
● বাংলা ভাষায় বৈষ্ণবপদাবলীর আদি রচয়িতা কে = চণ্ডীদাস।
● বৈষ্ণবপদাবলীর আদি কবি কে = বিদ্যাপতি।
● "সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনেক পুড়িয়া গেল" এই পদটি র রচয়িতা কে = চণ্ডীদাস।
● চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন = বৃন্দাবন দাস।
● কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে = সংস্কৃত।
● বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে = মাগধী প্রকৃত।
● ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্টীর অন্তর্গত ভাষা কোনটি = বাংলা।
● বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময়কাল থেকে = দশম শতকের কাছাকাছি সময়ে।
● বাংলা ভাষার উদ্ভব হয় = সপ্তম খ্রিস্টাব্দে।
● বাংলা ভাষার বয়স কত = 100 বছর।
● মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম = শ্রীচৈতন্যদেব।
● গীতগোবিন্দ কোন ভাষায় রচিত = ব্রজবুলি।
● আবুল ফজলের "রেখাচিত্র" কোন ধরনের রচনা = আত্মজীবনী।
● জসিম উদ্দিন এর কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে = নকশি কাঁথার মাঠ।
● পুঁথি সাহিত্য বলতে বুঝায় = ইসলামী চেতনাসম্পৃক্ত।
● পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক = সৈয়দ হামজা।
● দোভাষী পুঁথি বলতে বুঝায় = মিশ্রিত ভাষায় রচিত পুঁথি ।
● দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও স্বার্থক কবি কে = ফকির গরীবুল্লাহ ।
● আমীর হামজা কাব্য রচনা করেন কে = ফকির গরীবুল্লাহ।
● ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি কাব্য রচনা করেন = মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    1 Replies 
    867 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]