Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3258
#ভাষা_আন্দোলন
ভাষা আন্দোলনের সময় পাকিস্তানে বাংলা ভাষায়
কথা বলত—৫৬ % মানুষ।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় —
১ অক্টোবর ১৯৪৭।
প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক —
নূরুল হক ভূঁইয়া।
‘রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক —
শামসুল হক।
১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন—
নূরুল আমিন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময়
পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন— খাজা
নাজিমউদ্দিন।
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক
গভর্নর — ফিরোজ খান নূন।
তমুদ্দন মজলিস — ভাষা আন্দোলনভিত্তিক একটি
সাংস্কৃতিক সংগঠন।
তমুদ্দন মজলিস গঠিত হয়— ১ সেপ্টেম্বর
১৯৪৭।
পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি
উত্থাপন করেন—ধীরেন্দ্রনাথ দত্ত; ২৩
ফেব্রুয়ারি ১৯৪৮।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
বা কমিটি গঠিত হয় — ৩০ জানুয়ারি ১৯৫২।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল — বৃহস্পতিবার; ৮
ফাল্গুন, ১৩৫৮।
ঢাকা শহরে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়
— ২০ ফেব্রুয়ারি ১৯৫২।
ভাষা আন্দোলনের প্রথম শহিদ - রফিকউদ্দিন।
ভাষা শহিদ আবুল বরকত ঢাবির যে বিভাগের ছাত্র
ছিলেন — রাষ্ট্রবিজ্ঞান।
ভাষা শহিদ আবুল বরকতের ডাক নাম - আবাই।
ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ— অহিউল্লাহ।
বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা
হিসেবে স্বীকৃতি দেয়— ৯ মে ১৯৫৪।
বাংলা ভাষাকে পাকিস্তান জাতীয় পরিষদ রাষ্ট্রভাষা
হিসেবে স্বীকৃতি দেয়— ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬।
বাংলা ভাষা প্রচলন আইন জারি হয়— ১৯৮৭ সালে।
বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষায় মর্যাদা দিয়েছে—
সিয়েরালিওন।
‘আমরা বাঙালি’ উক্তিটি করেছিলেন —
ড. মুহম্মদ শহীদুল্লাহ।
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস’ ঘোষণা করে— ১৭ নভেম্বর
১৯৯৯।
আন্তর্জাতিক ভাষাবর্ষ — ২০০৮ সাল।
.ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
.
২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ওপর রচিত
প্রথম কবিতা—‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে
এসেছি’; রচয়িতা-মাহবুব-উল-আলম চৌধুরী।
.
একুশের প্রথম গান — ভুলব না, ভুলব না, একুশে
ফেব্রুয়ারি ভুলব না; রচয়িতা: গাজীউল হক এবং
সুরকার: নিজামুল হক।
.
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি।” গানটির
গীতিকার— আব্দুল গাফ্ফার চৌধুরী।
.
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি” গানটির বর্তমান
সুরকার— আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার: আব্দুল
লতিফ।
.
‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ গানটির
গীতিকার— ফজলে-এ-খোদা এবং সুরকার:
আব্দুল জব্বার।
.
একুশের প্রথম উপন্যাস— আরেক ফাল্গুন;
রচয়িতা: জহির রায়হান।
.
একুশের প্রথম নাটক— কবর; রচয়িতা: মুনীর
চৌধুরী।
.
স্মৃতির মিনার ও স্মৃতিস্তম্ভ কবিতা দুইটির রচয়িতা—
আলাউদ্দিন আল আজাদ।
.
জীবন থেকে নেয়া ও Let Their be Light
চলচ্চিত্রের পরিচালক — জহির রায়হান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    90 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]