Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3040
**প্রুনিং করা হয়– কান্ডে ও মূলে।
** শালবনের মাটি– লাল।
** সমতল ভূমির প্রধান গাছ– শাল।
**সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে– উদ্ভিদের পাতা।
**বাঁশ ও কাঠের স্থায়িত্ব বাড়ে কী করলে– সিজনিং করলে।
**হার্ডেনিং করতে হয়– রোপণের 1 মাস পরে।
** মাটির উর্বরতা বৃদ্ধি করে– লিগিউম জাতীয় গাছ।
** স্বাদু পানির উদ্ভিদ হলো– ক্ষুদি পানা।
**কপিসিং করা হয়– শাল গাছে।
**নার্সারী বলতে কী বোঝায়— চারা গাছ তৈরির জন্য নির্দিষ্ট স্থান।

উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-07

প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?
উঃ ১৯৭৩ সালে।
প্রশ্ন: কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?
উঃ কৃষ্ণ বঙ্গ।
প্রশ্ন: ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত?
উঃ রাম ছাগল।
প্রশ্ন: মহিষ প্রজনন খামার কোথায় ?
উঃ বাগেরহাট।
প্রশ্ন: বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
প্রশ্ন: বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উঃ সাভারে।
প্রশ্ন: দেশে বর্তমানে ভেটেরেনারী কলেজ চালু রয়েছে কয়টি ?
উঃ ৪টি।
প্রশ্ন: ছাগল উন্নয়ন খামার কোথায় ?
উঃ সিলেটের টিলাগড়ে।

উপ সহকারী কৃষি নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-05

প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উঃ পলি মাটি।
প্রশ্ন: বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
প্রশ্ন: বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?
উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
প্রশ্ন: বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?
উঃ ২৭,১৩,২২২ একর।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?
উঃ পাট।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?
উঃ চা।
প্রশ্ন: বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ চতুর্থ।
প্রশ্ন: পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ প্রথম।
প্রশ্ন: সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ময়মনসিংহ।
প্রশ্ন: রবি শস্য বলতে বুঝায়?
উঃ শীতকালীন শস্যকে।
প্রশ্ন: খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।

.

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি প্রশ্ন-08

প্রশ্নঃ নিস্কাশন বলতে কি বোঝায়?
উত্তরঃ ফসলের অতিরিক্ত পানি দূর করা।
প্রশ্নঃ প্রতি বছর রোগ ও পোকা মাকড় দ্বারা ফসলের শতকরা কতভাগ ক্ষতি হয়?
উত্তরঃ ১৫-২৫ ভাগ্
প্রশ্নঃ উপকারি পোকা কোনটি?
উত্তরঃ মাজরা পোকা।
প্রশ্নঃ পোকা দ্বারা বছরে ফসল নষ্ট হয়?
উত্তরঃ ৫-৭ লক্ষ টন।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3671 Views
    by rafique
    0 Replies 
    5838 Views
    by raju
    0 Replies 
    2342 Views
    by raihan
    0 Replies 
    2318 Views
    by masum
    0 Replies 
    2235 Views
    by shanta

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]