Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3018
১। কোনটি শুদ্ধ বানান
ক. Tubarculisis
খ. Tubarculosis
গ. Tuberculisis
ঘ. Tuberculosis
উত্তরঃ- ঘ
২। Mother loves me. Here 'loves' is an example of the —
- transitive verb
৩। King শব্দটির Abstract form হবে—
- Kingship
৪। We should not depent ____ foreign aids.
- on
৫। the synonym of 'Condone'—
- forgive
৬। the antonym of 'inimical'—
- friendly
৭। He worked instead of —
ক. playing
খ. play
গ. played
ঘ. have played
উত্তরঃ- ক
৮। the police is looking ______ the case.
- into
৯। John Keats is primarily a poet of—
- beauty
১০। Which is the noun of the word 'beautiful'—
ক. beauty
খ. beautify
গ. beauteous
ঘ. beautifully
উত্তরঃ- ক
🎓সাধারণ জ্ঞান
১১। রাজবংশী উপজাতি বাস করে—
- রংপুর
১২। ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
- পার্বত্য-ত্রিপুরা
১৩। রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়?
- ১৫৭৬ সালে
১৪। শের শাহ প্রবর্তিত নতুন তাম্র মুদ্রার নাম কি ছিল?
- দাম
১৫। বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল কোনটি?
- খুলনা নিউজপ্রিন্ট মিল
১৬। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী—
- ডি নদী
১৭। ডেড সী কি?
- একটি হ্রদ
১৮। গুটি বসন্ত রোগের কারণ—
- ভাইরাস
১৯। পূর্ণাঙ্গ মৌমাছিকে কি বলা হয়?
- ইমাগো
২০। লালারসে কোন এনজাইম থাকে—
- টায়ালিন
🎓বাংলা
২১। 'আমির হামজা' কাব্য রচনা করেন কে?
- ফকির গরীবুল্লাহ
২২। আনোয়ারা উপন্যাসের রচিয়তা কে?
- নজিবর রহমান
২৩। হুমায়ুননামার রচিয়তা কে?
- গুলবদন বেগম
২৪। 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অধ + গতি
খ. অধঃ + গতি
গ. অধ + অগতি
ঘ. অধঃ + অগতি
উত্তরঃ- খ
২৫। নিচের কোনটি শুদ্ধ বানান?
ক. মরিচীকা
খ. মরীচিকা
গ. মরিচিকা
ঘ. মরীচীকা
উত্তরঃ- খ
২৬। সম্বাদ কৌমুদী পত্রিকাটি ছিল—
- সাপ্তাহিক
২৭। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি
২৮। নিচের কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক. বিদ্বান
খ. সৎমা
গ. সতীন
ঘ. সধবা
উত্তরঃ- ক
২৯। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. তেমাথা
খ. চা-বিস্কুট
গ. মহাত্মা
ঘ. মনগড়া
উত্তরঃ- গ
৩০। ঘাঘু শব্দের দ্বারা কি বুঝায়?
- অভিজ্ঞ
🎓গণিত
৩১। একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
- ৫০ টাকা
৩২। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্নছিল। আপনি ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছেন। শতকরা মোট কত শুদ্ধ উত্তর দিয়েছেন?
- ৮০%
৩৩। ৯৫, ৮৭, ৮০, ৭৪,....... ধারাটির ৮ম পদ কত হবে?
- ৬০
৩৪। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
- ৫৪০ ডিগ্রি
৩৫। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –
- ২১৮৭
৩৬। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
- ১০০
৩৭। পর পর দশটির সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
- ৫৮৫
৩৮। একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান। সংখ্যাটি কত?
- ১ অথবা, (–১)
৩৯। ৬০ মিটার বিশিষ্ট একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত?
- ৯:২১:৩০।
৪০। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
- ১৬।
🎓তথ্য ও প্রযুক্তি
৪১মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?
-লজিক বোর্ড
৪২। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে
কে?
-মডেম
৪৩। কম্পিউটার গণনার একক কোনটি?
-বাইট
৪৪। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?-
- স্প্রেডশিট
৪৫। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?
- সফটওয়্যার
৪৬। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
- ন্যানো সেকেন্ড
৪৭। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে?
- ২টি
৪৮। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?
- ১৯৮১ সালে।
৪৯। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযোগ শুরু হয়।
- তৃতীয়
৫০। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
- ADA

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]