Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#3006
১। কোনটি বাগধারা? [পিএস সি নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ শিরে সংক্রান্তি

২। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? [ নন ক্যাডার
জব-১১,১০,০৭, ০৫, ০৩]
উত্তরঃ মেঘনা।

৩। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব
মুসলিম দেশ কোনটি? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

৪। বাংলাদেশের কোথায় সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড
করা হয়েছে? [ নন ক্যাডার জব-২০০৪]
উত্তরঃ সিলেটে।

৫। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? [ নন ক্যাডার
জব-২০০৯]
উত্তরঃ০/ শূন্য

৬। গ্রিনহাউজ কী? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ কাচের তৈরি ঘর।

৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্য বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা।

৮। ড. মুহম্মদ শহীদুল্লাহর চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম
কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ বুদ্ধিস্ট মিস্টিক সংস।

৯। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
[পিএস সি নন ক্যাডার জব-২০১০]
উত্তরঃ দীনেশচন্দ্র সেন।

১০। মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বানবিজ্ঞান বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।

১১। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? [পিএস সি নন
ক্যাডার জব-২০১৩]
উত্তরঃ শামসুর রহমান।

১২। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের
নাম কী? [নন ক্যাডার জব- ২০১৪]
উত্তরঃ পেট্রপোল।

১৩। বাংলাদেশে সরকারি ই.পি.জেড (EPZ) কয়টি?
[জাবি-২০১২, নন ক্যাডার জব-০৬]
উত্তরঃ ৮ টি

১৪। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন
দেশ? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ চীন।

১৫। I saw …… one-eyed man when I was walking on the road.
[পিএসসি নন ক্যাডার জব-’১৩]
Ans: a

১৬। It’s raining cats and dogs, so--? [পিএসসি নন ক্যাডার
জব-’১৫]
Ans: make sure you take an umbrella

১৭। …………. is Shakespeare’s last play. [নন ক্যাডার জব-’০৬,
খুবি-১০]
Ans: Tempest

১৮। World Development Report প্রকাশ করে কোন সংস্থা?
[পিএস সি নন ক্যাডার জব-২০১২]
উত্তরঃ বিশ্ব ব্যাংক।

১৯। 13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর
দৈর্ঘ্য 24 সে. মি. হলে, কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব
দূরত্ব কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’১২]
উত্তরঃ 5 সে. মি।

ব্যাংকের প্রশ্ন থেকে আসা প্রশ্নসমূহঃ

২০। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে
কোন ব্যাংক? [যমুনা ব্যাংক ২০১২]
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক।

২১। কম্পিউটার সিপিইউ (CPU) এর কোন অংশ গাণিতিক
সিদ্ধান্ত গ্রহনের কাজ করে? [অগ্রণী ব্যাংক-১০, ডাচ
বাংলা ব্যাংক-১২, স্টান্ডার্ড ব্যাং-১৩]
উত্তরঃ এ. এল. ইউ. (ALU)

২২। IP-V6 এড্রেস কত বিটের? [পুবালী ব্যাংক ২০১৪]
উত্তরঃ ১২৮ বিটের।

২৩। কোনটি ইনপুট ডিভাইস? [ডাচ বাংলা ব্যাংক-০৪]
উত্তরঃ OMR

২৪। ইউনিকোডের মাধ্যমে কতগুলো চিহ্নকে নিদ্রিষ্ট
করা যায়? [বাংলাদেশ ব্যাংক-১৫]
উত্তরঃ ৬৫৫৩৬ টি।

২৫। “The Sun Also Rises” is a novel written by….? [সোনালী
ব্যাংক ২০১০]
Ans: Earnest Hemingway

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আসা
প্রশ্নসমূহঃ

১। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে
স্মরণ করেছেন কেন? [জাবি-০৮, রাবি-০৪]
উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী মুসলিম
যোদ্ধা ছিলেন বলে।

২। বর্গের কোন বর্ণসমূহ মহাপ্রাণধ্বনি ? [ঢাবি-০৯]
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।

৩। ‘ঔ’ কোন ধরনের স্বরধনি? [ঢাবি-০৯]
উত্তরঃ যৌগিক।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]