Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2966
🎓বাংলা
১। মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি —
- কবিতা
২। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কোন কারকে কোন বিভক্তি?
- অধিকরণে ৭মী
৩। রচনা ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
৪। Lexicography এর বাংলা পারিভাষিক শব্দ
- অভিধানতত্ত্ব
৫। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে- এক কথায় হবে
- অবিমৃষ্যকারী
৬। কোন বানানটি শুদ্ধ—
ক. আবিষ্কার
খ. অত্যাধিক
গ. অদ্যপি
ঘ. আদ্যাক্ষর
উত্তরঃ- ক
৭। বিশ্বকাবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবি কে
- বসন্ত
৮। জিজ্ঞাসিব জনে জনে- “জনে জনে” কোন কারকে কোন বিভক্তি? - কর্মে ৭মী
৯। কোথায় থাকা হয়- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ
-ভাববাচ্যের উদাহরণ
১০। “ যত্ন করলে রত্ন মিলিবে” এখানে “ করিলে” কোন ক্রিয়ার উদাহরণ
- দ্বিকর্মক
🎯ইংলিশ
11. He was send to prison _______ stealing.
- for
12. The synonym of 'colossal'–
- vast
13. The verb form of danger is—
A. Dangle
B. Endanger
C. Dangerous
D. Dangerously
Ans:- D
14. The antonym of 'Brevity'—
- prolixity
15. The correct spelling is —
A. Addultration
B. Adultration
C. Addulteration
D. Adulteration
Ans:- D
16. If we had a boat, we______the river.
- Would Cross
17. Adjective of the word Circle
- circular
18. The word gravity is
- Noun
19. The bird has (fly) away.
- flown
20. She is afraid _____ snakes.
- of
🔖গণিত
২১। কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপাক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন
- ৪
২২৷ একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ?
– ৮৯
২৩। x⁴ + x² + 1 এর একটি উৎপাদক x² + x + 1 হলে অপরটি কত?
— x² – x + 1
২৪। শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে-
- ১২%
২৫। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
- ৪০°
২৬। .সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে
- আয়তক্ষেত্র
২৭। .৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার
- ৯মিটার
২৮। ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে
- ৭৯২
২৯। ১. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত?
- ৪ মিটার
৩০। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি ?
- ৩৬ বর্গ সেমি
৩১। ৩. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয়-
- শিরঃকোণ
৩২। ২৫ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৫ বেশি হবে?
- ১০
৩৩। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
- ৯ বছর
৩৪। দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি কত?
- ৪০
৩৫। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
- ২১০
৩৬। কবির সাহেব ১০% সরল সুদে ৭০০ টাকা এবং ৫% সরল সুদে ১৩০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?
- ১৩৫ টাকা
৩৭। একটি ড্রাম ২৭০ টাকায় বিক্রি করাতে ক্রয়মূল্যের ওপর ১০% ক্ষতি হতে ক্রয়মূ্যে কত?
- ৩০০ টাকা
৩৮। ১০. একটি গাড়ি ৩ ঘন্টায় ১২ কিমি গেলে ২ ঘন্টায় কত মিটার যাবে?
- ৮০০০
৩৯। ৯. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
ক.১৩
খ. ২৩
গ.২৯
ঘ.৩৯
উত্তরঃ- ঘ
৪০। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত?
- ৮০ মিটার

🔰সাধারণ জ্ঞান
৪১। বোকো হারাম জঙ্গী কোন দেশের
-নাইজেরিয়ার
৪২। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
- দিল্লি
৪৩। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
-১৯৯৬
৪৪। লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?
- জার্মানি
৪৫। পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
- মাধ্যাকর্ষণ বলে জন্যে
৪৬। মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
- আলবেনিয়া
৪৭। ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?
- পর্তুগিজ
৪৮। শামসুল হক শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কয়টি স্তরে পুরর্বিন্যাস করে?
- ৩ টি
৪৯। আর্য শিক্ষার প্রধান লক্ষ্য কয়টি?
- দুটি
৫০। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয় —
- ৮ সেপ্টেম্বর

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    200 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]