Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2904
প্রশ্ন-০১| (১৩তম বিসিএস)
♥বাংলাদেশের মৎস্য আইনে কত সে.মি.দৈর্ঘ্যের রুই মাছের পোনা মারা নিষেধ?
>>২৩ সেন্টিমিটার।
প্রশ্ন-০২| (১০তম বিসিএস)
♥পাখি ছাড়া "বলাকা"ও "দোয়েল"
কিসের নাম?
>> উন্নত জাতের গমের নাম।
প্রশ্ন-০৩| (১০ম বিসিএস)
♥"অগ্নিশ্বর,কানাইবাঁশি,মোহনবাঁশি,বীটজবা"ইত্যাদি কী জাতীয় ফলের নাম?
>> কলা।
প্রশ্ন-০৪| (১১তম বিসিএস)
♥কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী?
>> যশোর।
প্রশ্ন-০৫| ( ১১তম বিসিএস)
♥বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
>> ভাওয়াল ও মধুপুরেরর বনভূমি।
প্রশ্ন-০৬| ( ১১তম বিসিএস)
♥বাংলাদেশের কোন জেলায় বেশি পরিমাণ পাট উৎপাদন হয়?
>> ফরিদপুরে।
প্রশ্ন-০৭| ( বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় কত?
>>৯.৫০ কোটি পাউন্ড(আপডেট জানতে হবে)
প্রশ্ন-০৮| (১২তম বিসিএস)
♥একটি কাঁচা পাটের গাইটের ওজন কত?
>> ৩.৫ মণ।
প্রশ্ন-০৯| (১৩তম বিসিএস)
♥সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
>> ৬০১৭ বর্গ কিলোমিটার।
প্রশ্ন-১০| (১৫ ও ২৬তম বিসিএস)
♥বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
>> ১৪.৭৯ শতাংশ।
প্রশ্ন-১১| ( ১৫তম বিসিএস)
♥বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
>>কৃষিখাতে।
প্রশ্ন-১২| (২৪তম বিসিএস)
♥উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
>> পঞ্চগড়ে।
প্রশ্ন-১৩| ( ৩২তম বিসিএস)
♥বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে----?
>>মৌলভীবাজারে
প্রশ্ন-১৪| ( ১৭তম বিসিএস)
♥বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়---?
>>সিলেটের মালনিছড়ায়।
>>নোট___রমজান
প্রশ্ন-১৫| ( ৩৮তম বিসিএস)
♥বাংলাদেশে FCDI প্রকল্পের উদ্দেশ্য কী?
>> বন্যা নিয়ন্ত্রণ,পানি সেচ ও পানি নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন-১৬| ( ৩৮তম বিসিএস)
♥জুম চাষ হয়---?
>> খাগড়াছড়িতে।
প্রশ্ন-১৭|
♥বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান---?
>> ক্রমহ্রাসমান।
প্রশ্ন-১৮| ( ৩৬তম বিসিএস)
♥ফিশারিজ ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
>> চাঁদপুরে।
প্রশ্ন-১৯| ( ৩৫তম বিসিএস)
♥বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান দখল করে নেয়?
>> আশির দশক থেকে।
প্রশ্ন-২০| ( ৩২তম বিসিএস)
♥কোন পণ্যটি বাংলাদেশে 'White Gold'
হিসেবে পরিচিত?
>>চিংড়ি।
প্রশ্ন-২১| ( ২৬তম বিসিএস)
♥ফিশারিজ রিসার্চ ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
>> ময়মনসিংহে।
প্রশ্ন-২২| ( ১৯তম বিসিএস)
♥গবাদি পশুর জাত উন্নয়নে
পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে?
>>লর্ড লিনলিথ গো।
প্রশ্ন-২৩|
♥ বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য রাথান আছে?
>>পাবনা-সিরাজগঞ্জে।
প্রশ্ন-২৪| ( ১৭তম বিসিএস)
♥বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয়---?
>>৫ মে, ১৯৯৫ সালে।
প্রশ্ন-২৫|
♥দেশের বৃহত্তম কৃষি খামার কোথায়?
>>দত্তননগর কৃষি খামার
(মহেশপুর,ঝিনাইদহ)
(অর্থনীতি সমীক্ষা-২০১৯ আপডেট অনুযায়ী প্রশ্নে পরিবর্তন আসতে পারে)

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]