Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2800
১| ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ কোনটি?
√ক. মন্টিনিগ্রো
খ. সুইজারল্যান্ড
গ. জার্মানি
ঘ. ইতালি
২। BREXIT কার্যকর হয় কখন?
ক) ২৯ মার্চ,২০১৯ সালে
খ) ৩১ অক্টোবর, ২০১৯ সালে
গ) ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে
√ঘ) ৩১ জানুয়ারি, ২০২০ সালে
৩।“ চেকবুক কুটনীতি ”কৌশলটি কোন দেশের সাথে সম্পর্কিত?
ক) তাইওয়ান
খ) যুক্তরাষ্ট্র
গ) রাশিয়া
√ঘ) চীন
৪। বিশ্বে তেল রিজার্ভে শীর্ষে কোন দেশ?
ক) সৌদি আরব
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
√গ) ভেনিজুয়েলা
ঘ) রাশিয়া
৫। নিচের কোনটি উত্তর আফ্রিকার দেশ?
ক) লেসেথো
খ) কঙ্গো
√গ) লিবিয়া
ঘ) ঘানা
৬। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
√গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৯৪ সালে
৭।জাতিসংঘ সনদে স্বাক্ষরকারী দেশ ছিল মোট কতটি?
ক) ৫০ টি
√খ) ৫১ টি
গ) ১৯৩ টি
ঘ) ২৯৫ টি
৮। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমানা চিহ্নিতকরণ রেখা কোনটি?
ক) সনোরা লাইন
খ) ম্যাকমোহন লাইন
গ) ১৭তম অক্ষরেখা
√ঘ) ৩৮তম অক্ষরেখা
৯। সুইজারল্যান্ড কোন ধরনের ক্ষমতা বহন করে?
ক) হার্ড পাওয়ার
√খ) সফট পাওয়ার
গ) স্মার্ট পাওয়ার
ঘ) ন্যাচারাল পাওয়ার
১০। নিচের কোনটি উন্নয়নশীল-৮ এর সদস্য?
ক) চীন
খ) শ্রীলংকা
√গ) নাইজেরিয়া
ঘ) রাশিয়া
১১।"Persona non grata" শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক) অর্থনীতি
খ) রাজনীতি
গ) বানিজ্য
√ঘ) কুটনীতি
১২।‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ কোন সালে এবং কোন দেশের বিরুদ্ধে পরিচালনা করা হয়?
ক) ১৯৯০ সালে আফগানিস্তানের বিপক্ষে
√খ) ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে
গ) ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে
ঘ) ২০১৪ সালে লিবিয়ার বিরুদ্ধে
১৩। নিচের কোনটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ক) অস্ট্রিয়া
খ) আয়ারল্যান্ড
গ) বেলজিয়াম
√ঘ) যুক্তরাজ্য
১৪। বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা মোট কতটি?
ক) ৫ টি
খ) ৬ টি
√গ) ৭ টি
ঘ) ৮টি
১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) হেনরি আসকুইথ
খ) ডেভিড লয়েড জর্জ
গ) উইনস্টন চার্চিল
√ঘ) চেম্বারলিন
১৬।"ডমিনো তত্ত্বটি" কোন অঞ্চলের সাথে জড়িত?
ক) মধ্যপ্রাচ্য
খ) দূর-প্রাচ্য
গ) দক্ষিন এশিয়া
√ঘ) দক্ষিন-পূর্ব এশিয়া
১৭। জেসমিন বিপ্লব হয় কত সালে?
ক) ১৯১৭ সালে
খ) ১৯৭৯ সালে
গ) ১৯৯০ সালে
√ঘ) ২০১০ সালে
১৮। BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক) বাংলাদেশ
√খ) নেপাল
গ) ভুটান
ঘ) মায়ানমার
১৯।পৃথিবীর কোন দেশ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হ্রাসকরণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
ক) ভারত
খ) রাশিয়া
√গ) যুক্তরাষ্ট্র
ঘ) চীন
২০। মার্কিন যুক্তরাষ্ট্র নিম্নের কোন সংস্থা প্রতিষ্ঠার উদ্যোক্তা হলেও তার সদস্য ছিলো না ?
ক) G-7
খ) Commonwealth of Nations
√গ) League of Nations
ঘ) UNO
২১।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
√ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) ভিয়েনা
ঘ) রোম
২২। জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক)২০১৬
√খ)২০১৭
গ)২০১৮
ঘ)২০১৫
২৩। WTO এর বাণিজ্য সহজীকরণ চুক্তি (TFA) কবে কার্যকর হয়?
ক)১ ডিসেম্বর, ২০১৭
√খ)৬ ডিসেম্বর, ২০১৭
গ)১৫ ডিসেম্বর, ২০১৭
ঘ)২৫ ডিসেম্বর, ২০১৭
২৪। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে?
√ক)৪ অক্টোবর
খ)২৩ অক্টোবর
গ)২৯ জুন
ঘ)১১ ফেব্রুয়ারি
২৫। প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে?
ক)১ নভেম্বর, ২০১৬
√খ)৪ নভেম্বর, ২০১৬
গ)১৫ নভেম্বর, ২০১৬
ঘ)১ ডিসেম্বর, ২০১৬
২৬। কোন সম্মেলনের মাধ্যমে ভেটো ক্ষমতা প্রদান করা হয়?
ক)লন্ডন
খ)সান্সফ্রান্সিকো
√গ)ইয়াল্টা
ঘ)প্যারিস
২৭। PESCO কোন ধরনের সংগঠন?
ক)অর্থনৈতিক জোট
খ)রাজনৈতিক জোট
√গ)প্রতিরক্ষা জোট
ঘ)সামরিক জোট
২৮। চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
√ক)Chang'e 4
খ)Change 2
গ)Changu 4
ঘ)Changu'e 3
২৯। জাতিসংঘের কাছে সবচেয়ে বেশি ঋণী কোন দেশ?
ক)লিবিয়া
খ)উত্তর কোরিয়া
গ)ভেনিজুয়েলা
√ঘ)যুক্তরাষ্ট্র
৩০। 'জি-২০’ সদস্য নয়-
√ক)কাতার
খ)জাপান
গ)দক্ষিণ কোরিয়া
ঘ)ইন্দোনেশিয়া
৩১। Climate & Clean Air Coalition চুক্তির অন্তর্ভুক্ত নয়-
ক)বাংলাদেশ
খ)মেক্সিকো
গ)কানাডা
√ঘ)যুক্তরাজ্য
৩২। ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক)মাও সে তুং
খ)ভ্লিাদিমির লেনিন
গ)নেলসন ম্যান্ডেলা
√ঘ)কার্ল মার্ক্স
৩৩। টিপিপির বর্তমান নাম কী??
ক)CTPP
√খ)CPTPP
গ)TPP- 1
ঘ)TPPCP
৩৪। রবিন স্কয়ার-
ক)ইস্তাম্বুলে
খ)জেরুজালেমে
√গ)তেল আবিবে
ঘ)সানায়
৩৫। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
√ক. ১ থেকে ১.৫ ডিগ্রি
খ. ১.৫ থেকে ২ ডিগ্রি
গ. ২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ. ২.৫ থেকে ৩ ডিগ্রি
৩৬। ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক. ম্যাসট্রিখট চুক্তি
√খ. লিসবন চুক্তি
গ. আমস্টারডাম চুক্তি
ঘ. রোম চুক্তি
৩৭।মহান পিটার যে দেশের শাসক ছিলেন--
ক. অস্ট্রিয়া
√খ. রাশিয়া
গ. নেদারল্যান্ড
ঘ. গ্রিস
৩৮। এ পর্যন্ত কতটি COP সম্মেলন সম্পন্ন হয়েছে?
ক. ২২ টি
√খ. ২৫ টি
গ. ২৪ টি
ঘ. ২৫ টি
৩৯। ওয়ারশ জোট বিলুপ্ত হয় কবে ?
ক. ১৯৯০ সালে
√খ. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে
ঘ. ১৯৯৩ সালে
৪০। রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
ক.ডুমা
খ.সিনেট
√গ.ফেডারেল এসেম্বলি
ঘ.নেসেট
৪১। বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। প্রশ্ন হল কত সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে
√ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭২ সালে
৪২। ওজোনস্তর ধ্বংস করে CFC গ্যাস। এ গ্যাস কে আবিষ্কার করেন?
√ক. প্রফেসর টি. মিজলে
খ. প্রফেসর লুইস
গ. লুই পাস্তুর
ঘ. নিউটন
৪৩। GSP মূলত প্রথম চালু করে কোন সংস্থ বা দেশ?
√ক. UNCTAD
খ. UNEP
গ. America
ঘ. Europe
৪৪। ইনকা সভ্যতার স্থপতি?
ক.মানকো ইজিল
√খ. মানকো কাপেন
গ.ফিইরি ওরো
ঘ.আইহো ইনকা
৪৫। NORTH ATLANTIC TREATY এর Article 5(Collective Defense) প্রথম কখন প্রয়োগ হয়?
√ক. ৯/১১ এর ঘটনায়
খ. USA কতৃক ইরাক হামলায়
গ. USA কতৃক লিবিয়া হামলায়
ঘ. ২য় বিশ্বযুদ্ধ
৪৬। ইসরায়েরলকে “ ইহুদি জনগনের রাষ্ট্র “ঘোষণা করে সংসদে বিল পাস করে দেশটি
√ক. ১৯ জুলাই ,২০১৮ সালে
খ. ২০ জুলাই ,২০১৯ সালে
গ. ১০ জুলাই, ২০১৮ সালে
ঘ. ১৪ যে, ২০১৯ সালে
৪৭। থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলাররা যে গুহায় আটকা পড়ে তার নাম কী?
√ক. থাম লয়াং
খ. দান কিয়াও
গ. থাম বিয়া
ঘ. অসৎ মিল
৪৮। বিশ্বের প্রথম ডিজিটাল আর্ট মিউজিয়াম চালু করে কোন দেশ?
√ক. জাপান
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. জার্মানি
৪৯। ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে কোন দেশে?
√ক. ভারতে
খ. ইংল্যান্ডে
গ. পাকিস্তানে
ঘ. অস্ট্রেলিয়াতে
৫০। এশিয়ার শীর্ষ ধনী কে?
√ক. মুকেশ আম্বানি
খ. জ্যাক মা
গ. লক্ষ্মী মিত্তাল
ঘ. মুসা বিন শমসের

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    105 Views
    by rajib
    0 Replies 
    685 Views
    by raja
    0 Replies 
    663 Views
    by raihan
    0 Replies 
    22831 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]