Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2748
১। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- নাটকের সংলাপে
২। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির?
- ননদ
৩। সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- জন ক্লার্ক মার্শম্যান
৪। ‘এ যে আমাদের চেনা লোক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ ?
- বিশেষণ
৫। ‘গোরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
- নাথ ধর্ম
৬। ‘জজ সাহেব ‘ কোন সমাসের উদাহরণ ?
- কর্মধারয়
৭। ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা —
- মদনমোহন তর্কালঙ্কার
৮। ‘ এ মাটি সোনার বাড়া ‘- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ ?
- বিশেষণের অতিশায়ন
৯। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
- রেখাচিত্র
১০। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছস্দে রচিত?
- মাত্রাবৃত্ত
১১। ‘পালামৌ’ কোন ধরনের রচনা?
- ভ্রমণ কাহিনী
১২। ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
- কৃষ্ণকান্তের উইল
১৩। সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?
- বুদ্ধদেব বসু
১৪। ‘গায়ে-হলুদ’ কোন সমাস?
- বহুব্রীহী
১৫। ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- নিকৃষ্ট
১৬। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?
- কোলন
১৭। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্বের
১৮। ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ
- অন্তর্হতি
১৯। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল
- পদ্মা
২০। আমি কোন লিঙ্গ?
- উভয় লিঙ্গ
২১।‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?
- গোপন ব্যথা
২২। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
[উইকিপিডিয়া আর বাংলাপিডিয়া আলাদা সংস্থা। উইকিপিডিয়া হলো উইকিমিডিয়া সংস্থার একটি অলাভজনক ওয়েবসাইট যা বিশ্বব্যাপী সেচ্ছাসেবী দ্বারা নিবন্ধিত ও হালনাগাদ হয়]
২৩। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
২৪। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ
২৫,। ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
২৬।‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
- হুমায়ূন আহমেদ
২৭। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
- ধাতু
২৮। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
- মোহাম্মদ মনিরুজ্জামান
৩০। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?
- মনসা দেবী
৩১। ‘ঐ চাকরীর আশা ছেড়েছি’ – কোন অর্থ প্রকাশ পায়?
- হতাশা
৩২। আবুল ফজলের রেখাচিত্র) কোন ধরণের রচনা?
-আত্মজীবনী
৩৩। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- রূপসী বাংলা
৩৪। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী
৩৫। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ?
- বিদ্রোহী
৩৬। মহাকবি আলাওল কোন যুগের কবি?
- মধ্যযুগ
৩৭। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
- পনের বছর
৩৮। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
- ১৯৫৫
৩৯। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
- বঙ্কিমচন্দ্র
৪০। ‘মর নবে তুহুঁ মম শ্যাম সমান’ কার লেখা?
- রবীন্দ্রনাথ
৪১। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কি বলা হয়?
- ব্যাস
৪২। a+b=7 এবং a²+b²=25 নিচের কোনটি ab এর মান হবে?
- 12
৪৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
- 50 মিটার
৪৪। x > y এবং z < 0 এর জন্যকোণ মান সঠিক?
- xz < yz
৪৫। f(x)=x³+kx²–6x–9; k এর সমান কত হলে f(3)=0 হবে?
- 0
৪৬। ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। ক একা কাজটি কতদিনে করতে পারবে?
- ৩০ দিনে
৪৭। একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
- ৩৪১
৪৮। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ৭০
৪৯।দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
- সম্পূরক কোণ
৫০। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ১০৭

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    3235 Views
    by apple

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]