Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2647
১। সোনার তরী কবিতার রচিয়তা —
- রবীন্দ্রনাথ ঠাকুর
২। ভারতীয়দের মধ্যে কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?
- রামমোহন রায়
৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেন?
- আখতারুজ্জামান ইলিয়াস
৪। সৈয়দ ওয়ালীউল্লাহ'র বিখ্যাত উপন্যাস —
- লালসালু
৫। নিরালোকে দিব্যরথ কার রচনা?
- শামসুর রাহমান
৬। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
- বঙ্গ-কামরূপী
৭। ভাষার ক্ষুদ্রতম একক কি?
- ধ্বনি
৮। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি
৯। তৎসম শব্দ বলতে কি বুঝায়?
- সংস্কৃত শব্দ
১০। লিঙ্গ শব্দের অর্থ কি?
- চিহ্ন
11. Salt কোন Noun?
- Material Noun
12. ____ Bangalees are a brave nation
- The
13. He lives ____ comfortable life.
- A
14. If it rains, I ______ go out.
- shall not
15. We saw them go out সঠিক passive voice হবে?
- they were seen to go out
16. I depended ___ his word.
- on/upon
17. Queer এর antonym —
- Orderly
18. Antonym of 'oral' is —
- written
19. Joy and sorrows come ____.
- by turns
20. Synonym of Apex is
- acme
21. Synonym of virtuous is____
- moral
22. I spent ______ with the patient.
- some time
23. Fill in the blank with correct phrase. ______ your shoes
- put off
24. He comes to me from—
- time to time
25. Hard labour _____ health
- tells upon
২৬। ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- ২২
২৭। ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ১১ টি
২৮। কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ১৮১
২৯। বেলাল ও হেলালের আয়ের অনুপাত ৯ঃ৪। বেলালের আয় ৯০ টাকা হলে হেলালের আয় কত?
- ৪০ টাকা
৩০। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ৩
রাইসুল ইসলাম হৃদয়
এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
- ২৫০০ টাকা
৩১। দুইটি রাশির অনুপাত ৫ঃ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
- ৪৫
৩২। ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?
- ৬৮ কেজি
৩৩। ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টির গড় ৫২, শেষ ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
- ৬৪
৩৪। ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২ জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কত দিনে?
- ৩ দিনে
৩৫। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
- ৬ ঘণ্টায়
৩৬। একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২
রাইসুল ইসলাম হৃদয়
দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
- ৩০ দিন
৩৭। একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
- ১৪০০ জন
৩৮। গতকাল একটি জনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম কত বেড়েছে বা কমেছে?
- ১℅ কমেছে
৩৯। ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
- ৫১৭.৫০ টাকা
৪০। একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে শতকরা কত ক্ষতি হবে?
- ১০%
৪১। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭৫ সালে
৪২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী—
- জাহিদ মালেক স্বপন
৪৩। কোন প্রাণির ধমনী-শিরা নেই?
- কেঁচো
৪৪। মানবদেহে মেরুদণ্ডের অস্থির সংখ্যা কয়টি?
- ৩৩ টি
৪৫। হৃৎযন্ত্রের সংকোচনকে কি বলে?
- সিস্টোল
৪৬। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
- এনামেল
৪৭। কোনটি ভাইরাস জনিত রোগ?
- বসন্ত
৪৮। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য—
- দুধ
৪৯। প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য —
- ১২ ঘণ্টা
৫০। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
- ৭ এপ্রিল

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    35 Views
    by bdchakriDesk
    0 Replies 
    28 Views
    by bdchakriDesk
    0 Replies 
    21 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    3235 Views
    by apple

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]