Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2639
৫১. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
(ক) বিষাদ সিন্ধু
(খ) জমীদার দর্পণ
(গ) রত্নাবতী
(ঘ) গাজী মিয়ার বস্তানী
উত্তর: ঘ
৫২. ‘আবে হায়াত’ গ্রন্থের রচয়িতা-
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) আবদুল করিম সাহিত্য বিশারদ
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর: গ
৫৩. ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস-
(ক) চিলেকোঠার সেপাই
(খ) খোয়াবনামা
(গ) উপমহাদেশ
(ঘ) আগুনের মেয়ে
উত্তর: ক
৫৪. ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
(ক) নৌফেল ও হাতেম
(খ) সাত সাগরের মাঝি
(গ) সিরাজাম মুনিরা
(ঘ) হাতেম তাই
উত্তর: খ
৫৫. নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি?
(ক) বিদ্রোহী
(খ) প্রলয়োল্লাস
(গ) রক্তাম্বরধারিণী মা
(ঘ) আগমনী
উত্তর: খ
৫৬. কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) মধুমালা
(গ) আলেয়া
(ঘ) কুহেলিকা
উত্তর: ঘ
৫৭. ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
(ক) ব্যাথার দান
(খ) রিক্তের বেদন
(গ) শিউলিমালা
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৫৮. কাজী নজরুল ইসলাম তাঁর কোন সাহিত্যকর্মটি বাসন্তী দেবীকে উৎসর্গ করেন?
(ক) অগ্নিবীণা
(খ) ছায়ানট
(গ) চিত্তনামা
(ঘ) সর্বহারা
উত্তর: গ
৫৯. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সনে?
(ক) ১৩০৬
(খ) ১৩০৮
(গ) ১৩০৯
(ঘ) ১৩১১
উত্তরঃ ক
৬০. নজরুলের যে গ্রন্থটি প্রথম নিষিদ্ধ করা হয়-
(ক) যুগবাণী
(খ) ভাঙ্গার গান
(গ) প্রলয়শিখা
(ঘ) বিষের বাঁশী
উত্তর: ঘ
৬১. আবদুল্লাহ আল মামুনের নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) সুবচন নির্বাসনে
(গ) লীলাবতী
(ঘ) মুনতাসীর ফ্যান্টাসী
উত্তর: খ
৬২. উপজাতীয়দের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে যে উপন্যাসটিতে-
(ক) কর্ণফুলি
(খ) তেইশ নম্বর তৈলচিত্র
(গ) ক্ষুধা ও আশা
(ঘ) শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তর: ক
৬৩. আবু ইসহাকের ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির প্রকাশকাল-
(ক) ১৯৫৩ সাল
(খ) ১৯৫৪ সাল
(গ) ১৯৫৫ সাল
(ঘ) ১৯৫৬ সাল
উত্তর: গ
৬৪. কোন নাটকটির ঘটনা, বিষয়চিন্তা, রচনাস্থান, প্রকাশস্থান, মুদ্রণালয় ও প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে?
(ক) জমিদার দর্পণ
(খ) নীল দর্পণ
(গ) কমলে কামিনী
(ঘ) নবীন তপস্বিনী
উত্তর: খ
৬৫. মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?
(ক) শরিয়তপুর
(খ) গাইবান্ধা
(গ) কুষ্টিয়া
(ঘ) জামালপুর
উত্তর: গ
৬৬. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) তিলোত্তমাসম্ভব
(গ) বীরাঙ্গনা
(ঘ) ব্রজাঙ্গনা
উত্তর: খ
৬৭. ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি কার রচনা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কায়কোবাদ
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তর: খ
৬৮. মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের উৎস কি?
(ক) রামায়ণ
(খ) মহাভারত
(গ) ভগবত
(ঘ) কুমারসম্ভব
উত্তর: ক
৬৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী পালিত হয় কবে?
(ক) ২০১১ সালে
(খ) ২০১২ সালে
(গ) ২০১৩ সালে
(ঘ) ২০১৪ সালে
উত্তর: ক
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর কোন গ্রন্থটিতে প্রথম বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করেন?
(ক) ভ্রান্তিবিলাস
(খ) সীতার বনবাস
(গ) শকুন্তলা
(ঘ) বেতাল পঞ্চবিংশতি
উত্তর: ঘ
৭১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) হেমন্তবালা দেবী
(খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ভিক্টোরিয়া ওকাম্পো
(ঘ) নেতাজী সুভাস চন্দ্র বসু
উত্তর: গ
৭২. কোনটি গীতিকাব্য?
(ক) বিরহবিলাপ
(খ) অশ্রুমালা
(গ) অমিয়ধারা
(ঘ) শ্মশানভস্ম
উত্তর: খ
৭৩. ‘চতুরঙ্গ’ গ্রন্থ একটি –
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) ভ্রমণকাহিনী
(ঘ) কাব্য
উত্তর: খ
৭৪. অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
(ক) অক্ষরবৃত্ত
(খ) মাত্রাবৃত্ত
(গ) স্বরাক্ষরিক
(ঘ) পয়ার
উত্তর: ক
৭৫. ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো –
(ক) ব্রিটিশ ভারতের রাজনীতি
(খ) ইতিহাস
(গ) প্রেম-ভালবাসা
(ঘ) জমিদার-প্রজার কাহিনী
উত্তর: ক
৭৬. ‘শকুন্তলা উপাখ্যান’ নাটকটির রচয়িতা কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ খ
৭৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) বলাকা
(খ) সোনারতরী
(গ) চিত্রা
(ঘ) গীতাঞ্জলি
উত্তর: খ
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক কোনটি?
(ক) পরপারে
(খ) সীতা
(গ) বঙ্গনারী
(ঘ) তারাবাঈ
উত্তর: খ
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
(ক) আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(খ) অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(গ) সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তর: ঘ
৮০. জসীমউদ্দিনের ‘আসমানী’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
(ক) ডালিমকুমার
(খ) এক পয়সার বাঁশি
(গ) হাসু
(ঘ) রাখালী
উত্তর: খ
৮১. ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন –
(ক) মুহম্মদ আবদুল হাই
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সৈয়দ আলী আহসান
(ঘ) মুহম্মদ এনামুল হক
উত্তরঃ খ
৮২. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ?
(ক) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
(খ) বঙ্গভাষা ও সাহিত্য
(গ) বাংলা গদ্যরীতির ইতিহাস
(ঘ) বাংলা সাহিত্যে গদ্য
উত্তরঃ খ
৮৩. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসান আলী
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. মুহম্মদ আব্দুল হাই
(গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
(ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
৮৪. ‘চাচা কাহিনী’ লিখেছেন –
(ক) নুরুল মোমেন
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) কাজী দীন মোহাম্মদ
(ঘ) মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ খ
৮৫. আবুল মনসুর আহমেদের রম্য রচনা –
(ক) টুনিমেম
(খ) ফুড কনফারেন্স
(গ) লোক রহস্য
(ঘ) বহুরুপা
উত্তরঃ খ
৮৬. নিচের কোনটি রম্যরচনা?
(ক) ধীরে বহ নীল
(খ) পঞ্চতন্ত্র
(গ) চোখের বালি
(ঘ) সাত-সাঁতার
উত্তরঃ খ
৮৭. মুহম্মদ আব্দুল হাই রচিত রম্যরচনা কোনটি?
(ক) গ্যালিভারের সফরনামা
(খ) তোষামোদ ও রাজনীতির ভাষা
(গ) আসমানী পর্দা
(ঘ) গোলকচন্দ্রের আত্মকথা
উত্তরঃ খ
৮৮. নিচের কোনটি ইব্রাহিম খাঁ’র রচনা?
(ক) জাভা যাত্রীর পথ
(খ) ইস্তাম্বুল যাত্রীর পথ
(গ) পেশোয়ার হতে তাসখন্দ
(ঘ) বন্দর থেকে বন্দর
উত্তরঃ খ
৮৯. কোন ভ্রমণকাহিনীটিতে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
(ক) সাত-সাঁতার
(খ) দেশে-বিদেশে
(গ) বন্দর থেকে বন্দর
(ঘ) অন্য পৃথিবী
উত্তরঃ খ
৯০. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’ লিখেছেন –
(ক) সৈয়দ মুজতবা আলী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ইসমাঈল হোসেন সিরাজী
(ঘ) সানাউল হক
উত্তরঃ খ
৯১. ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) মোঃ আব্দুল হাই
(ঘ) মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
৯২. ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মোতাহার হোসেন চৌধুরী
(খ) গোপাল হালদার
(গ) আবুল ফজল
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক
৯৩. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
(ক) ভাষার ইতিবৃত্ত
(খ) আধুনিক ভাষাতত্ত্ব
(গ) মনীষা মঞ্জুষা
(ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ
৯৪. ঊনিশ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?
(ক) সুরেন্দ্রনাথ মজুমদার
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত
(ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক
৯৫. মহাকাব্য কোনটি?
(ক) মহাশ্মশান
(খ) বিষাদ সিন্ধু
(গ) অনল প্রবাহ
(ঘ) রিক্তের বেদন
উত্তরঃ ক
৯৬. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
(ক) মালিক জয়সী
(খ) ফেরদৌসী
(গ) সৈয়দ হামজা
(ঘ) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
উত্তরঃ খ
৯৭. মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
(ক) মোজাম্মেল হক
(খ) হামিদ আলী
(গ) কায়কোবাদ
(ঘ) যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ গ
৯৮. ‘বৈরতক’, ‘কুরুক্ষেত্র’, ‘প্রভাস’ এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) নবীনচন্দ্র সেন
(গ) মধুসূদন দত্ত
(ঘ) মোঃ কাজেম আল কোরেশী
উত্তরঃ খ
৯৯. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায়
(খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(গ) আবু জাফর শামসুদ্দিন
(ঘ) শওকত ওসমান
উত্তরঃ ক
১০০. ‘জিবরাঈলের ডানা’ কার লেখা গল্পগ্রন্থ?
(ক) মিন্নাত আলী
(খ) শাহেদ আলী
(গ) আবু রুশদ
(ঘ) বন্দে আলী মিয়া
উত্তরঃ খ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]