Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2638
১. ‘কালবেলা’ নাটকটির রচয়িতা-
(ক) সাঈদ আহমেদ
(খ) তুলসী লাহিড়ী
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
২. ‘নবান্ন’ নাটকটি কার লেখা?
(ক) তুলসী লাহিড়ী
(খ) ইব্রাহিম খলিল
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) জিয়া হায়দার
উত্তর: গ
৩. বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি?
(ক) ভদ্রার্জুন
(খ) কীর্তিবিলাস
(গ) ছদ্মবেশ
(ঘ) হরিশচন্দ্র ঘোষ
উত্তর: ক
৪. ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
(ক) মুনীর চৌধুরী
(খ) আবদুল্লাহ আল মামুন
(গ) মামুনুর রশীদ
(ঘ) রশীদ হায়দার
উত্তর: গ
৫. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি লিখেছেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) দীনবন্ধু মিত্র
(গ) বিজন ভট্টাচার্য
(ঘ) ইব্রাহিম খলিল
উত্তর: ক
৬. বাংলাদেশে ‘সিরাজউদ্দৌলা’ নাটক কে রচনা করেছেন?
(ক) আসকার ইবনে শাইখ
(খ) সিকান্দার আবু জাফর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
উত্তর: খ
৭. ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে?
(ক) তুলসী লাহিড়ী
(খ) বিজন ভট্টাচার্য
(গ) ইব্রাহিম খলিল
(ঘ) মামুনুর রশীদ
উত্তর: ক
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
(ক) মধুসূদন দত্ত
(খ) দীনবন্ধু মিত্র
(গ) রামনারায়ন তর্করত্ন
(ঘ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
উত্তর: গ
৯. সামাজিক নাটক কোনটি?
(ক) ডাকঘর
(খ) সধবার একাদশী
(গ) নূরজাহান
(ঘ) রাবণবধ
উত্তর: খ
১০. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
১১. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন?
(ক) বসন্ত
(খ) কালের যাত্রা
(গ) তাসের দেশ
(ঘ) বাল্মিকী প্রতিভা
উত্তর: খ
১২. রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ডাকঘর
(খ) নলিনী
(গ) মুক্তধারা
(ঘ) নৌকাডুবি
উত্তর: ঘ
১৩. দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক কোনটি?
(ক) লীলাবতী
(খ) নবীন তপস্বিনী
(গ) কমলে কাহিনী
(ঘ) নীল দর্পণ
উত্তর: ঘ
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) রক্তকরবী
উত্তর: ঘ
১৫. ‘কুলীন কুলসর্বস্ব’ নাটক লিখেছেন-
(ক) তারাচরণ শিকদার
(খ) রামনারায়ন তর্করত্ন
(গ) যোগেন্দ্রগুপ্ত
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: খ
১৬. ‘এখনও ক্রীতদাস’ নাটকটির রচয়িতা কে?
(ক) কল্যান মিত্র
(খ) হুমায়ুন আহমেদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: ঘ
১৭. ‘হাত হদাই’ নাটকটির নাট্যকার-
(ক) সৈয়দ শামসুল হক
(খ) সেলিম আল দীন
(গ) মমতাজ উদ্দিন আহমেদ
(ঘ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর: খ
১৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
(ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
(গ) মুক্তিযুদ্ধের শেষ
(ঘ) দেশ গড়া
উত্তর: ক
১৯. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটি লিখেছেন-
(ক) মমতাজ উদ্দিন আহমেদ
(খ) আব্দুল্লাহ আল মামুন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: ঘ
২০. ‘বেহুলা গীতাভিনয়’ নাটকের রচয়িতা-
(ক) মা্ইকেল মধুসূদন দত্ত
(খ) মীর মশাররফ হোসেন
(গ) শওকত ওসমান
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: খ
২১. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(ক) নবীন তপস্বিনী
(খ) কমলে কামিনী
(গ) বিয়ে পাগলা বুড়ো
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
২২. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
(ক) কৃষ্ণকুমারী
(খ) বসন্তকুমারী
(গ) পদ্মাবতী
(ঘ) শর্মিষ্ঠা
উত্তর: ক
২৩. ‘আনোয়ার পাশা’ নাটকটির রচয়িতা-
(ক) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
(খ) শওকত ওসমান
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর: ক
২৪. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?
(ক) শর্মিষ্ঠা
(খ) পদ্মাবতী
(গ) কৃষ্ণকুমারী
(ঘ) মায়াকানন
উত্তর: ক
২৫. কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
(ক) ঝিলিমিলি
(খ) আলেয়া
(গ) পুতুলের বিয়ে
(ঘ) ছায়ানট
উত্তর: ঘ
২৬. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
(ক) নরকে লাল গোলাপ
(খ) মায়াবী প্রহর
(গ) নিঃশব্দ যাত্রা
(ঘ) সংবাদ শেষাংশ
উত্তর: ক
২৭. সমকালীন দূর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) ও নিরন্নদের হাহাকারের বাস্তবচিত্র সম্বলিত নাটক-
(ক) রুপান্তর
(খ) নয়া খানদান
(গ) নেমেসিস
(ঘ) বকুলপুরের স্বাধীনতা
উত্তর: গ
২৮. মুনীর চৌধুরির অনূদিত নাটক কোনটি?
(ক) কবর
(খ) চিঠি
(গ) রক্তাক্ত প্রান্তর
(ঘ) মুখরা রমণী বশীকরণ
উত্তর: ঘ
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক কোনটি?
(ক) সাজাহান
(খ) দূর্গাদাস
(গ) সিংহল বিজয়
(ঘ) সবগুলো
উত্তর: ঘ
৩০. মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী?
(ক) এটি বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল মহাকাব্য
(খ) এটি প্রামাণ্য ইতিহাস সম্বলিত মহাকাব্য
(গ) এটি ঐতিহাসিক ঘটনার আবেগ-নির্ভর মর্মস্পর্শী বর্ণনা
(ঘ) এটি মুসলমানের লেখা প্রথম কবিতা সংকলন
উত্তর: গ
৩১. দৌলত কাজী অনূদিত অসমাপ্ত প্রণয়োপাখ্যান কোনটি?
(ক) সতীময়না ও লোরচন্দ্রানী
(খ) ইউসুফ জুলেখা
(গ) লাইলী মজনু
(ঘ) মধুমালতী
উত্তর: ক
৩২. রামায়নের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
(ক) দ্বিজ ভবানীদাস
(খ) কৃত্তিবাস ওঝা
(গ) দ্বিজ মধুকন্ঠ
(ঘ) চন্দ্রাবতী
উত্তর: খ
৩৩. ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা-
(ক) কোরেশী মাগন ঠাকুর
(খ) দৌলত কাজী
(গ) দৌলত উজির বাহরাম খান
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: ক
৩৪. শেখ ফয়জুল্লাহ রচিত মর্সিয়া কাব্য-
(ক) আমীর হামজা
(খ) জয়নবের চৌতিশা
(গ) মক্তুল হোসেন
(ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৩৫. ময়নামতি ও গোপীচন্দ্রের কাহিনী স্থান পেয়েছে-
(ক) নাথ সাহিত্যে
(খ) পুঁথি সাহিত্যে
(গ) লোকসাহিত্যে
(ঘ) কবিগানে
উত্তর: ক
৩৬. মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত নীতিকাব্য কোনটি?
(ক) পদ্মাবতী
(খ) সিকান্দার নামা
(গ) তোহফা
(ঘ) সপ্ত পয়কর
উত্তর: গ
৩৭. বাংলা টপ্পা গানের প্রবর্তক কে?
(ক) রামপ্রসাদ সেন
(খ) রামনিধি গুপ্ত
(গ) মুকুন্দরাম চক্রবর্তী
(ঘ) আব্দুল হাকিম
উত্তর: খ
৩৮. ‘জারি’ নামক লোকগীতি প্রচলিত আছে-
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) দক্ষিণবঙ্গে
(ঘ) পশ্চিমবঙ্গে
উত্তর: খ
৩৯. মঙ্গলকাব্যে ব্যবহৃত হয়েছে-
(ক) পয়ার ছন্দ
(খ) স্বরাক্ষরিক ছন্দ
(গ) গদ্য ছন্দ
(ঘ) পয়ার ত্রিপদী ছন্দ
উত্তর: ক
৪০. বাংলা সাহিত্যে ‘কড়চা’ নামে পরিচিত-
(ক) নাথ সাহিত্য
(খ) পুঁথি সাহিত্য
(গ) জীবনী সাহিত্য
(ঘ) মর্সিয়া সাহিত্য
উত্তর: গ
৪১. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
(ক) গোবিন্দদাস
(খ) জ্ঞানদাস
(গ) চন্ডীদাস
(ঘ) বিদ্যাপতি
উত্তর: ঘ
৪২. মধ্যযুগের আদি কবি কে?
(ক) চন্ডীদাস
(খ) ভারতচন্দ্র রায় গুণাকর
(গ) দ্বিজ চন্ডীদাস
(ঘ) বড়ু চন্ডীদাস
উত্তর: ঘ
৪৩. সর্বজনস্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) চর্যাপদ
(খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) ইউসুফ-জোলেখা
(ঘ) পদ্মাবতী
উত্তর: খ
৪৪. কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা-
(ক) গোঁজলা গুই
(খ) হরু ঠাকুর
(গ) কালী মির্জা
(ঘ) শ্রীধর কথক
উত্তর: খ
৪৫. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত একটি গীতিকা-
(ক) দস্যু কেনারামের পালা
(খ) নিজাম ডাকাতের পালা
(গ) চৌধুরীর লড়াই
(ঘ) ভেলুয়া
উত্তর: ক
৪৬. ‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
(ক) চণ্ডীদাস
(খ) দ্বিজ চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দ দাস
উত্তরঃ ক
৪৭. ‘কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’- উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?
(ক) শেষের কথা
(খ) করুণা
(গ) কাবুলিওয়ালা
(ঘ) হৈমন্তী
উত্তরঃ গ
৪৮. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
(ক) চারুচন্দ্র চক্রবর্তী
(খ) সমরেশ বসু
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
উত্তরঃ ক
৪৯. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হাই
(গ) কাজেম আল কুরায়েশী
(ঘ) শেখ আজিজুর রহমান
উত্তরঃ ঘ
৫০. নদের চাঁদ কোন পালাগানের চরিত্র?
(ক) দেওয়ানা মদিনা
(খ) মহুয়া
(গ) মালুয়া
(ঘ) কাজল রেখা
উত্তরঃ খ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    210 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]