Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2606
বাংলা ভাষা ও সাহিত্য
১। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার রচনা?
- জীবনানন্দ দাশ
২। 'বৃষ্টি' এর সন্দি বিচ্ছেদ হবে–
- বৃষ + তি
৩। 'বিশ্বকবি' সমাস কি হবে?
- বিশ্বের কবি
৪। 'বিসর্জন' নাটকটির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৫। আয়না বিবির পালা উপন্যাসের রচিয়তা কে?
- সৈয়দ শামসুল হক
৬। 'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- হিন্দি
৭। পকেটমার শব্দটি কোন শ্রেণীর?
- মিশ্র
৮। 'কুঞ্জর' শব্দের অর্থ কি
- হাতি
৯। নীরস এর সঠিক সন্ধি বিচ্ছেদ—
- নিঃ + রস
১০। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'কবিতা' একটি—
- পত্রিকা
১১। কমলাকান্ত কার ছদ্মনাম?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২। লহর শব্দের অর্থ কি?
- ঢেউ
১৩। পর্বত এর বিশেষণ কোনটি?
- পার্বত্য
১৪। বদমেজাজী শব্দের 'বদ' কোন ধরণের উপসর্গ?
- ফারসি
১৫। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
- তিন প্রকার

English
16. 'All at once' — phrase টির অর্থ–
- Suddenly
17. He is afflicted _____ gout.
- with
18. 'Our team is better than yours' বাক্যে 'team' শব্দটি কোন প্রকারের noun?
- Common Noun
19. Correct synonym for the word ' insane'—
- crazy
20. Akbar still works in that office. এখানে 'still' শব্দটি—
- Adverb
21. I hope you are not love _____ her.
- with
22. The antonym of the word 'Eternal' is —
- temporary
23. 'Genocide' is —
- a noun
24. 'de facto' means—
- in fact
25. Love for mankind is called—
- philanthropy
26. The poor are deprived _____ their rights.
- of
27. The noun form of the word 'very' is —
- variation
28. The first language means the _____ language
- natural
29. The thickness of the books—
- varies
30. ' In a nutshell' means—
- briefly

গণিত
৩১। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
- ৩%
৩২। 3x²+7x+4 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায়—
- (x+1) (3x+4)
৩৩। ঢাকা থেকে কোনো স্টেশনের দূরত্ব ১২০ কিমি। ঢাকা থেকে যাত্রা করে একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিমি বেগে চললে ঐ স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে?
- ২ ঘণ্টা ৪০ মিনিট
৩৪। একটি সেনাবাহিনীর গুদামে ১২০০ জন সৈনিকের ৩০ দিনের খাদ্য মজুত আছে। ১০ দিন পর ঐ সেনাবাহিনীতে আরো ৩০০ জন সৈনিক আসল। বাকি খাদ্য তাদের আর কত দিন চলবে?
- ১৬ দিন
৩৫। একটি বাগানে ২২৫ টি সারি আছে। প্রতি সারিতে ১০৫ টি গাছ আছে। ঐ বাগানে কতটি গাছ আছে?
- ২৩৬২৫ টি
৩৬। 3(4x–6) = (3x+9) কে সমাধান করলে x এর মান —
- 3
৩৭। (a–b), (a²–ab), (a²–b²) এর ল.সা.গু —
৩৮। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ২৮.১২৫ বর্গফুট
৩৯। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?
- ৭
৪০। ৩ টি গরুর মূল্য ৯ টি খাসির মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২ টি খাসির মূল্য কত?
- ৮০০০ টাকা

সাধারণ জ্ঞান
৪১। ফুলবাড়ী কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
- দিনাজপুর
৪২। বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
- ১৪ টি
৪৩। মেসোপোটেমিয়া কোন দেশের পুরাতন নাম?
- ইরাক
৪৪। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
- ১৯১১ সালে
৪৫। মালেশিয়ার প্রশাসনিক রাজধানী —
- পুত্রজায়া
৪৬। পদার্থ বিজ্ঞানকে এক কথায় কি বুঝায়?
- শক্তির পরিবর্তন
৪৭। স্টাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের কোন দ্বীপে অবস্থিত?
- বেডলোস
৪৮। কোন কোষ পরস্পরের সাথে কখনো মিলিত হয় না?
- দেহকোষ
৪৯। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
- নিকোলাস অটো
৫০। বর্তমানে বাংলাদেশে মাতৃকালীন ছুটি—
- ৬ মাস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]