Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2604
১। ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
- ৮ মিটার
২। ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো
- ১২০°
৩। একটি পঞ্চভুজের সমষ্টি
- ৬ সমকোণ
৪। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
- ৪২ সেন্টিমিটার
৫। x + y = 2, x 2 + y 2 = 4 হলে x 3 + y 3 = কত?
- 8
৬। ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
- ক এর মামা চ
৭। ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
- ১.৯২
৮। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
- 75
৯। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?
- ৪
১০। √169 is equal to -
- 13
১১। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
- ১৯৬ বর্গমিটার
১২। তিন সদস্যের একটি বিতর্কদলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই২১ বছরের নিচে না হয় তবে তাদের কোন এক জনের সর্বোচ্চ বয়স কত হতে পারে ?
- ৩০বছর
১৩। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি: ছোট ; কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় । অতিভুজের দৈর্ঘ্য কত ?
- ১০সে:মি:
১৪। একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪ সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮সে:মি: প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
- ২৬৪০টি

১৫। ১,১,২,৩,৫,৮,১৩,২১,........ ধারার ১০ম পদটি কত ?
- ৫৫
১৬। 4x+4x+4x+4x এর মান কত ?
- 22x+2
১৭। ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
- ৫দিন
১৮। 3x-8 = 32 হলে x এর মান কত ?
- 2
১৯। (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?
- (-1,-1)
২০। x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
- x+y
২১। চাঁদের অমাবস্যা কার রচনা?
- সৈয়দ ওয়ালিউল্লাহ
২২। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে?
- জহির রায়হান
২৩। সেলিনা হোসেনের উপন্যাস....
- পোকামাকড়ের ঘর বসতি
২৪। খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে ?
- সৈয়দ শামসুল হক
২৫। আলাউদ্দীন আল আজাদের উপন্যাস...
- তেইশ নম্বর তৈল চিত্র(১৯৬০)
২৬। রাইফেল রোটি আওরাত” কার লেখা?
- আনোয়ার পাশা
২৭। ”রেখা চিত্র” আবুল ফজলের কোন ধরনের রচনা?
উ:আত্মজীবনীমূলক
২৮। দত্তা’ কার লেখা?
উ:শরৎচন্দ্রচট্টোপাধ্যায়
২৯। শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড?
উ:শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড
৩০। শামসুর রাহমানের বিখ্যাত কাব্য_____
- দ্বিতীয় মৃত্যুর আগে
৩১। শেষের কবিতা কি?
- উপন্যাস
৩২। রমনা পার্কে’ কার লেখা?
- নীলিমা ইব্রাহিম
৩৩। উত্তম পুরুষ’কার রচনা?
- রশীদ করিম
৩৪। প্রেমের সমাধী’কে লিখেছেন?
- মজিবর রহমান
৩৫। কাঁটাতারে প্রজাপতী’কার রচনা?
- সেলিনা হোসেন
৩৬। পথের দাবী’কে লিখেছেন ?
- শরৎচন্দ্রচট্টোপাধ্যায়
৩৭। অভয়া’কোন উপন্যাসের চরিত্র?
- শ্রীকান্ত
৩৮। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস?
- বউ ঠাকুরাণীর হাট
৩৯। মৃত্যু ক্ষুধা কার লেখা?
- কাজী নজরুল ইসলাম
৪০। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি,জননী,কার লেখা?
- মানিক বন্দ্যোপাধ্যায়
৪১। অমিত,লাবন্য,ও কেটি কোন উপন্যাসের চরিত্র?
- শেষের কবিতা
৪২। প্রথম সার্থক উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়
৪৩। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
- সপ্তম শতাব্দী।
৪৪। পানিনি রচিত গ্রন্থের নাম কি?
- ব্যাকরণ অষ্টাধয়ী।
৪৫। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
- সংস্কৃত ভাষা।
৪৬। বাংলা ভাষার মূল উৎস কোনটি?
- বৈদিক।
৪৭। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
৪৮। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
- ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
৪৯। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
৫০। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
- প্রাচীন গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলোতে।

সংগহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    0 Replies 
    16127 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]