Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2596
১। মেবার পতন — নাটকটির রচিয়তা কে?
- দ্বিজেন্দ্রলাল রায়
২। মধুসূদন দত্তের ছদ্মনাম —
- এ নেটিভ
৩। পাখির বাসা কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- ফররুখ আহমদ
৪। বড় পীরিত বালির বাঁধ— বাগধারাটির অর্থ কি?
- ভঙ্গুর
৫। গায়ের বধু একটি বিখ্যাত—
চিত্রকর্ম
৬। "মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান" — পঙক্তির রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৭। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?
- অশোক মুখোপাধ্যায়
৮। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কি?
- কেনাবেচা
৯। 'কলুর বলদ' কোন সমাস?
- অলুক তৎপুরুষ
১০। কোলায় কালস্রোত — উপন্যাসটি রচিয়তা?
- শওকত আলী
১১। সধবার একাদশী একটি—
- সামাজিক নাটক
১২। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
- চন্দ্রাবতী
১৩। বিচ্ছিন্ন প্রতিলিপি — কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- মাযহারুল ইসলাম
১৪। করণ শব্দের অর্থ —
- সহায়ক
১৫। গ্রিক ট্রাজেডি 'ইডিপাস'— বাংলায় অনুবাদ করেন?
- সৈয়দ আলী আহসান
১৬। 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক্ষণকালীন
১৭। আলোয় আঁধার দূর হয়। বাক্যে "আলোয়" শব্দটি কোন কারকের উদাহরণ?
- অধিকরণ
১৮। কর্মধার সমাসে কোন পদ প্রধান?
- পর পদ
১৯। জাল উপন্যাসের রচিয়তা কে?
- অবু ইসহাক
২০। আমরণ কোন সমাসের উদাহরণ?
- অব্যয়ীভাব
21. Which one is the correct past tense from of 'ring'?
- Rang
22. 'Fall into line' idiom টির অর্থ হচ্ছে —
- Agree
23. I acceded _____ his request.
- with
24. Height is —
- Abstract Noun
25. To meet trouble half-way phrase টির অর্থ কি?
- to be puzzled
26. Adjective of the word 'Float' is-----
- floating
27. 'Prison' শব্দটির verb-----
- Imprison
28. What is the verb of thr word 'play'?
- play
29. If I _____ you, I would never do it.
- were
30. 'Hard and fast'---- Phrase টি অর্থ কি?
- Fixed
31. The antonym of the word ‘somber’ is
- bright
32. ‘A castle in the air’ means –
- Absurd imagination
33. Three-fourths of the work _____ finished.
- has been
34. Translate into English” সে করোনায় মারা গিয়েছে”- He was died of Corona
35. Change the voice “The house is building”
- The house is being built.
36. Akbar still works in the office. এখানে 'still' শব্দটি ------
- Adverb
37. He has been ill ____ Friday last.
- since
38. 'Few and far between' means---
- seldom
39. He is accessible _____ all.
- to
- waste time
40. 'Sea' শব্দটির Adjective হচ্ছে---
- marine
৪১। একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটি কর্ণ ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
- ১০ সেমি
৪২। X4 - x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
- 1
৪৩। দুইটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
- ৭২
৪৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২:৩। সংখ্যা দুইটি কি কি?
- ১০ এবং ১৬
৪৫। কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?
- ৫৮৯
৪৬। x + 1/x = √3 হলে x3 + 1/ x3 এর মান কত?
- 0
৪৭। ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?
- ১২ সেমি
৪৮। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
- ২২/৭
৪৯। √2 কোন ধরনের সংখ্যা?
- অমূলদ
৫০। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
- ১
৫১। যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?
- 8
৫২। ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ ইউনিটের ক্রয়মূল্যের সমান হলে বিক্রেতা কত লাভ করবে?
- ৩৩.৩%
৫৩। একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
- ১৫০০ জন
৫৪। একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?
- ৩০০ টাকা
৫৫। ২০০ এর ১২% এর সাথে ১০০ যোগ করলে কত হবে?
- ১০১
৫৬। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
- ৬০ মিটার
৫৭। a + b = 9m এবং ab = 18m2 হলে a-b এর মান কত?
- 3m
৫৮। বার্ষিক শতকরা ৫% হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত?
- ৮৪ টাকা
৫৯। টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ৫০%
৬০। ABC ত্রিভুজের E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF = কত?
- 12BC
৬১। বাউল গানকে কি সাহিত্য বলা হয়?
- তত্ত্ব সাহিত্য
৬২। কবিগানের রচিয়তা ছিলেন কারা—
- নিম্ন বর্ণের হিন্দু
৬৩। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের—
- তিরিশের কবিদের
৬৪। খানকাহ্ কি?
- সুফীদের আস্তানা
৬৫। 'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি'— চরণটি কোন কবিতার অংশ?
- দুই বিঘা জমি
৬৬। "এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর" —এ পঙতিটির রচিয়তা কে?
- বিদ্যাপতি
৬৭। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের একটি —
- রম্যরচনা গ্রন্থ
৬৮। দিন ও রাতের সন্ধিক্ষণ— এক কথায় কি হবে?
- গোধূলি
৬৯। 'চকলেট' কোন ভাষার শব্দ?
- মেক্সিকান
৭০। 'গাঁয়ে ফু দিয়ে বেড়ানো' বাগধারাটির অর্থ কি?
- কোন দায়িত্ব গ্রহণ না করা
৭১। তিন ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে
- it has been raining heavily for three hours.
৭২। ট্রেন না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে
- we shall have to wait until train arrives.
৭৩। তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না
- his dream will never come into reality.
৭৪। হয় সংগ্রাম কর, নতুবা অত্যাচারীত হও।
- either fight or be oppressed
৭৫। চন্দ্র যেন রাতের প্রদীপ
- the moon is as it were the lamp of the night
৭৬। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়
- death is preferable to dishonour
৭৭। কলম দুটির একটিতেও চলবে না
- neither of the pens will do
৭৮। আমি অর্থের চেয়ে সন্মান পছন্দ করি
- i prefer honour to money
৭৯। মৃত্যুর সময় অসময় নেই
- death knows no times
৮০। ছাত্রজীবন শিক্ষা লাভের সময়
- student life is the time for receiving education
৮১। এন্টোমোলজি হচ্ছে—
- কীটপতঙ্গ বিদ্যা
৮২। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?
- ১৬ ডিসেম্বর ১৯৭২
৮৩। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে?
- যুক্তরাজ্য
৮৪। বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
- শায়েস্তা খাঁ
৮৫। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়?
- পঞ্চদশ সংশোধনী
৮৬। তালিবাবাদ ভূ- উপগ্রহটি নিচের কোন জেলায় অবস্থিত?
- গাজীপুরে
৮৭। সুয়েজ খাল নিচের কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
- লোহিত সাগর ও ভূমধ্যসাগর
৮৮। INI এক্সটেনশনটি কোন ধরনের ফাইল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
- System file
৮৯। কী- বোর্ডের SHIFT, CTRL, ALT কীগুলোকে কি বলা হয়?
- Modifier key
৯০। ভান্ডারী কোন অঞ্চলের লোকগান?
- চট্টগ্রাম
৯১। MS WORD এ কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
- File
৯২। নিচের কোন জেলায় কঠিন শিলা খনি পাওয়া গেছে?
- দিনাজপুর
৯৩। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে?
- ওয়ার্কশিট
৯৪। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপকরণ কি?
- মিথেন
৯৫। নিয়ন একটি-
- মৌলিক পদার্থ
৯৬। এলটিটিই গেরিলারা কোন দেশের?
- শ্রীলঙ্কা
৯৭। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
- প্রতিধ্বনি
৯৮। ব্ল্যাক বক্স কি?
- বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার
৯৯। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন
- ২৯ তম অধিবেশনে
১০০। ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি
- Wireless Fidelity

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]