Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2588
১। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক "নটীর পূজা" কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৬ সাল
২। আনন্দমঠ উপন্যাসটি কার রচিত?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩। অমর কাব্য — অনুবাদ গ্রন্থটি কার রচনা?
- ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
৪। ফণিমনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
- কাজী নজরুল ইসলাম
৫। চিঠি নাটকটির রচিয়তা —
- মুনীর চৌধুরী
৬। রাণী খালের সাঁকো — কার বিখ্যাত কাব্য?
- আহসান হাবীব
৭। শাহাদৎ হোসেন রচিত নাটক —
- মনসদের মোহ
৮। এক মুঠো জন্মভূমি — উপন্যাসের লেখক কে?
- সৈয়দ শামসুল হক
৯। সমাগম উপন্যাসের জনক —
- শওকত ওসমান
১০। আশায় বসতি কাব্যগ্রন্থের রচিয়তা কে?
- আহসান হাবীব
১১। কারক শব্দটির অর্থ —
- যা ক্রিয়া সম্পাদন করে
১২। 'সকলকে মরতে হবে'— বাক্যে "সকলকে" কোন কারকে কোন বিভক্তি?
- কর্মকারকে দ্বিতীয়া
১৩। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন —
- চর্যাপদ
১৪। কূপমন্ডুক বাগধারাটির অর্থ —
- সীমিত জ্ঞানের মানুষ
১৫। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাকে বলে —
- অলুক সমাস
১৬। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তা কোন সমাস?
- কর্মধারয়
১৭। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে—
- পর পদ বা উত্তর পদ
১৮। কৌশলে কার্যোদ্ধার — কোন বাগধারাটির অর্থ?
- ধরি মাছ না ছুঁই পানি
১৯। যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় কি বলে —
- কষ্টার্জিত
২০। টাকায় টাকা হয় — বাক্যে "টাকায়" কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ৭মী
21. আমাদের দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা উচিত।
- Primary education should be compulsory in our County
22. আয়ের অধিক ব্যয় করিও না।
- Do not live beyond your means
23. Where do you put _____
- up
24. Actual meaning of the word 'principal' is —
- foremost
25. 'May allah help you' — what kind of sentence?
- optative
26. O'Henry is famous for —
- short story
27. He divided the money ____ the two children
- between
28. I have read the book ____ you lent me
- that
29. I saw _____ one-eyed man
- a
30. He attended ______ the airport
- at
৩১। ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
- ৯৬ ফুট
৩২। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ১৮১
৩৩। ০.০১×.০২ = কত?
- ০.০০০২
৩৪। একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত?
- ১:৫
৩৫। তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ তিন ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত?
- ৫২ বছর
৩৬। যদি x+1/x =5 হয়, তবে, x/x²+x+1 এর মান কত?
- (1/6)
৩৭। a–1/b =3 হলে, a³–1/b³ = কত?
- ৩৬
৩৮। 12x²+7x–10 এর উৎপাদকে বিশ্লেষণ —
- (4x+5) (3x–2)
৩৯। একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে—
- ১২০°
৪০। একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণ গুলোর সমষ্টি কত হবে?
- ৮ সমকোণ
৪১। ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম কি ছিল?
- লৌহিত্য
৪২। শান্ত সাগর কোথায় অবস্থিত?
- চাঁদে
৪৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কত সালে—
- ১৯৪৫ সালে
৪৪। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে?
- যুক্তরাষ্ট্র
৪৫। গোবি মরুভূমি কোন দেশে?
- মঙ্গোলিয়ায়
৪৬। লেনা নদী কোথা থেকে উৎপত্তি কোথায়?
- বৈকাল হ্রদ
৪৭। অর্কিড কি ধরনের উদ্ভিদ?
- পরাশ্রয়ী
৪৮। ফিজিওলজির জনক কে?
- অ্যারোসিসট্রেটাস
৪৯। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
- বুধ
৫০। ২০২০ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- টোকিও, জাপান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]