Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2581
১। মাইকেল মমধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
- মেঘনাদবধ কাব্য
২। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া?
- ঝিঙেফুল
৩। কাজলকালো এর সঠিক ব্যাসবাক্য কি?
- কাজলের ন্যায় কালো
৪। কোন জাতীয় শব্দের 'ষ' এর ব্যাবহার হয় না?
- বিদেশী
৫। সৎপাত্রে কন্যা দাও– 'সৎপাত্রে' পদটি কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে
- সম্প্রদানে সপ্তমী
৬। 'নীল যে পদ্ম=নীলপদ্ম' কোন সমাস?
- কর্মধারয় সমাস
৭। 'প্রিয় স্বাধীনতা' কবিতায় কোন নদীর উল্লেখ আছে?
- মেঘনা
৮। খ্যাতির বিড়ম্বনা নাটকটি—
- হাস্যরসাত্মক
৯। সাত সাগরের মাঝি কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন?
- সুদক্ষ নেতাকে
১০। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- বনবানী
১১। ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
- ১৬১০
১২। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
- ১৭৬৫
১৩। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- নওয়াব আব্দুল লতিফ
১৪। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
- ২
১৫। ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
- রাজা রামমোহন রায়
১৬। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
- সাধু রীতি
১৭। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
- প্রমিত ভাষা
১৮। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন?
- প্রমথ চৌধুরী
১৯। ‘বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন-
- মুহম্মদ শহীদুল্লাহ
২০। ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
- নীহারঞ্জন রায়
21. Sabuj entered the room, sat down, and ---- his book.
- opened
22. She will go to Europe for higher studies after she ---- her study at Chittagong University.
- has finished
23.The university requires that all the students ----- this curse.
- take
24. Yesterday morning I got up and looked out of the window. The sun was shining, but the ground was very wet. It ---- raining.
- had been
25. Choose the correct expression: The doctor suggested that the patient ----- his weight.
- lose
26. When he got home last night, he found that somebody ---- into the flat.
- had entered
27. The thief said that he was ashamed of what he-----.
- had done
28. The students went to the principal and requested that the examinations ----- postponed.
- be
২৯। কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?
- নরওয়ে
৩০। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?
- মযহারুল ইসলাম
৩১। UNESCO এর সদর দপ্তর কোথায়?
- প্যারিস
৩২। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
- নারায়ণগঞ্জ
৩৩। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
- ৩টি
৩৪। ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫। ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?
- সোনারতরী
৩৬। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?
- ১৯৭৩-১৯৭৮
৩৭। বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?
- ক্যালসিয়াম কার্বনেট
৩৮। ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’- কে লিখেছেন?
- গোবিন্দ হালদার
৩৯। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
- ১৫
৪০। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
- মাহবুব-উল-আলম
৪১। ’৫২ এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
- ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৪২। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৩। চিকনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
- এডিস মশা
৪৪। জেল হত্যা দিবস কবে?
- ৩রা নভেম্বর
৪৫,। বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?
- নাইমুর রহমান দুর্জয়
৪৬। বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
- লুই আই কান
৪৭ ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?
- বাকিংহাম প্যালেস
৪৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
- খাগড়াছড়ি
৪৯। অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
- ব্রেইল
৫০। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
- কুয়েনলুন পর্বত

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]